ডোমজুড়, 4 ফেব্রুয়ারি : 7 হাজার মাদক ট্যাবলেট ও 30টি 100 মিলিলিটারের পিসিসি বোতল উদ্ধার । ঘটনায় গ্রেপ্তার 2 মাদক পাচারকারী । গতরাতে ডোমজুড় এলাকার অঙ্কুরহাটিতে নিজামউদ্দিন নামে এক বাসিন্দার বাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয় ।
হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক নিজামউদ্দিন পলাতক । ধৃতরা স্থানীয় । গতরাতে ডোমজুড় থানার পুলিশের সহযোগিতায় গোয়েন্দা বিভাগের একটি দল অঙ্কুরহাটির বাড়িতে তল্লাশি অভিযান চালায় । আর তল্লাশি করতেই নিজামউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে প্যাকেটজাত মাদক ও পিসিসি বোতল ।