পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কৃষি বিলের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল যুব তৃণমূলের - কৃষি বিলের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

বিল প্রত্যাহারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বামেরা ৷ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে রাজ্যের বিভিন্ন কৃষক সংগঠন ৷ লাঙল হাতে বিলের প্রতিবাদে মিছিল যুব তৃণমূলের ৷

তৃণমূল
তৃণমূল

By

Published : Sep 25, 2020, 9:24 PM IST

শিলিগুড়ি, 25 সেপ্টেম্বর : কৃষি বিলের প্রতিবাদে শিলিগুড়িতে লাঙল হাতে মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন শিলিগুড়ির তৃণমূল নেতা তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি হিলকার্ট রোড পরিক্রমা করে।

বাদল অধিবেশনে সংসদের দুই কক্ষে পাশ হওয়া কৃষি বিল নিয়ে সরব বিরোধীরা ৷ বিলের প্রতিবাদে উত্তপ্ত দিল্লির রাজনীতি ৷ এবার সেই আঁচ এসে পৌঁছেছে রাজ্যের বিভিন্ন জেলায় ৷ "কৃষক বিরোধী" বিলের প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বেশিরভাগ দল ৷ রাস্তয় নেমে বিক্ষোভ দেখিয়েছে বাম-তৃণমূল ৷ আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ৷ "কৃষক বিরোধী" এই বিল প্রত্যাহারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বামেরা ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে রাজ্যের বিভিন্ন কৃষক সংগঠন ৷

পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "কৃষি বিল কৃষক বিরোধী। এই বিলের প্রতিবাদে আমরা আজ লাঙল হাতে মিছিল করেছি। কেন্দ্র সরকার ওই বিল চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। এই বিল পাসের বিরুদ্ধে লড়বে তৃণমূল কংগ্রেস। গায়ের জোড়ে এই বিল পাস করিয়েছে BJP সরকার। আমরা কৃষকদের নিয়ে আন্দোলন করব।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details