পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে বাজেয়াপ্ত 45 লাখের ইয়াবা ট্যাবলেট, গ্রেপ্তার 2

মায়ানমার থেকে আসে ইয়াবা ট্যাবলেট ৷ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

drug
ইয়াবা ট্যাবলেট

By

Published : Jan 29, 2020, 7:44 AM IST

Updated : Jan 29, 2020, 9:14 AM IST

শিলিগুড়ি, 29 জানুয়ারি : শিলিগুড়িতে অভিযান চালিয়ে 45 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল ভক্তিনগর থানার পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে । ধৃতদের নাম সাজিয়া শৈব এবং সঞ্জয় কুমার ৷

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালান শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ভক্তিনগর থানার পুলিশকর্মীরা । সেবক রোডে একটি এলাকা থেকে আটক করা হয় সন্দেহভাজন দু'জনকে । তাদের কাছ থেকেই মিলেছে 26 হাজার ইয়াবা ট্যাবলেট ৷ যার বাজারমূল্য প্রায় 45 লাখ টাকা ৷

45 লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ ধৃত 2

পুলিশ জানিয়েছে, মায়ানমার থেকে ট্যাবলেটগুলি শিলিগুড়িতে আনা হয়েছিল । বিভিন্ন পাবে নিষিদ্ধ মাদক হিসেবে ব্যবহৃত হয় এই ইয়াবা ট্যাবলেট । ধৃতদের মধ্যে সাজিয়া শিলিগুড়ির বাসিন্দা । অপরজন বিহারের বাসিন্দা । বুধবার ধৃতদের আদালতে তোলা হবে । কাকে দেওয়ার জন্য এই ট্যাবলেট আনা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ACP সুরিন্দর সিং ৷

Last Updated : Jan 29, 2020, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details