পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সরকারি ভর্তুকিতে নামমাত্র খরচে ঘোরার সুযোগ, ঘোষণা পর্যটন মন্ত্রীর - , 6 destination, Goutam Deb, Tourism Minister of Government of West Bengal Tourism Minister of Government of West Bengal

নামমাত্র খরচে উত্তরবঙ্গের 6টি জায়গায় ঘোরার সুযোগ, ঘোষণা পর্যটন মন্ত্রীর ৷ শুরু নভেম্বরের 15 তারিখ ৷ চলবে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত ৷ মাথাপিছু প্রতিদিন খরচ মাত্র 1250 টাকা ৷ পাঁচবছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি ৷ অনলাইন বুকিংয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে প্রতিটি ডেস্টিনেশনে 125 জন পর্যটক এই সুযোগ পাবেন ৷

সরকারি ভর্তুকিতে নামমাত্র খরচে ঘোরার সুযোগ

By

Published : Aug 6, 2019, 11:23 AM IST

শিলিগুড়ি, 6 অগাস্ট : শীতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন ? তাহলে রয়েছে সুখবর ৷ সরকারি ভর্তুকিতে নামমাত্র খরচে উত্তরবঙ্গ ভ্রমণের সুযোগ ৷ সুযোগ দিচ্ছে রাজ্য পর্যটন দপ্তর ৷ শুরু নভেম্বরের 15 তারিখ ৷ চলবে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত ৷ জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷

গতকাল শিলিগুড়িতে পর্যটন দপ্তরে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসককে নিয়ে মিটিং করেন গৌতম দেব ৷ জানান, জলপাইগুড়ির মেটেলি, কোচবিহারের রাজাভাতখাওয়া, জলপাইগুড়ির গজলডোবা, কালিম্পঙের পেডং, কার্শিয়াঙের সিটঙ ও দক্ষিণ দিনাজপুরের কালীদিঘি এই ছ'টি জায়গায় নামমাত্র খরচে পর্যটকদের ঘোরার সুযোগ দেওয়া হচ্ছে ৷ 15 নভেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে যে সব পর্যটকেরা আসবেন তাদের থাকা খাওয়া, ঘোরা, হাতি সাফারিসহ যাবতীয় বন্দোবস্ত করবে পর্যটন দপ্তর । প্রতি সপ্তাহের শুক্রবার শুরু হবে উইন্টার ফেস্টিভাল, চলবে রবিবার পর্যন্ত ৷ সরকারি বাংলো বা অতিথিনিবাসে যাঁরা থাকবেন তাঁদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷ এমন কী চাইলে তাঁবুতেও রাত কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা ৷ তার জন্য অথিতিনিবাস ছাড়াও থাকছে একাধিক টেন্ট হাউজ়ের ব্যবস্থা ৷ সবটাই সরকারি ভর্তুকিতে ৷

পর্যটন দপ্তরের তরফে পর্যটকদের থেকে মাথা পিছু দিনপ্রতি 1250 টাকা নেওয়া হবে । তবে পাঁচবছরের নিচে যাদের বয়স তাদের টাকা লাগবে না ৷ অনলাইন বুকিংয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে প্রতিটি ডেস্টিনেশনে 125 জন পর্যটক এই সুযোগ পাবেন ৷ চলতি মাসের শেষের দিকে শুরু হবে বুকিং ৷

গৌতম দেব বলেন, "যাঁরা বন-জঙ্গল ভালোবাসেন, সেই সব তারকাদের অতিথি হিসেবে নিয়ে আসব । পর্যটকদের সঙ্গে তাঁরাও থাকবেন । প্রতিটি ডেস্টিনেশনে অনুষ্ঠান হবে । অনুষ্ঠানে স্থানীয়দেরও আমন্ত্রণ করা হবে । সবমিলিয়ে জমজমাট হবে উইন্টার ফেস্টিভাল । "

ABOUT THE AUTHOR

...view details