পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কুপিয়ে খুন স্ত্রীকে, থানায় গিয়ে আত্মসমর্পণ ব্যক্তির - siliguri wife murder story

রাতের অন্ধকারে দ্বিতীয় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী। ঘটনাটি শিলিগুড়ির মহাকালপল্লী এলাকার ।

ছবি

By

Published : Nov 3, 2019, 1:57 PM IST

শিলিগুড়ি, ৩ নভেম্বর : রাতের অন্ধকারে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করল ব্যক্তি ৷ ঘটনাটি শিলিগুড়ির মহাকালপল্লি এলাকার । অভিযুক্তের বয়ান অনুযায়ী পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করলে, ক্ষুদ্ধ এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । সঙ্গে ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি। স্থানীয়দের অভিযোগ, স্বপন তার প্রথম পক্ষের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছিল। এ বার দ্বিতীয় পক্ষের স্ত্রীকেও খুন করল ৷

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম রুমা রায় (30) ও অভিযুক্ত স্বামীর নাম স্বপন সাহা । রুমাদেবী স্বপন সাহার দ্বিতীয় পক্ষের স্ত্রী । কয়েকবছর আগে স্বপনের সঙ্গে তাঁর বিয়ে হয় । বিয়ের পর থেকেই মহাকালপল্লি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা । স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই অশান্তি লেগে থাকত দু'জনের মধ্যে। শনিবার সেই অশান্তি মাত্রা ছাড়িয়ে যায় । তখন স্বপন আচমকাই ধারালো অস্ত্র দিয়ে কোপ বসায় স্ত্রীকে। ঘটনাস্থানেই মারা যায় তাঁর স্ত্রী রুমা । এরপর ঘরের দরজা বন্ধ করে সোজা থানায় চলে যায় অভিযুক্ত । সেখানে পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলে সে ও আত্মসমর্পণের কথা জানায় ৷

স্থানীয়দের সূত্রে খবর , অভিযুক্ত স্বপন সাহা প্রায়দিন স্ত্রীর উপর অত্যাচার করত সঙ্গে চলত মারধরও । সে একইভাবে প্রথম পক্ষের স্ত্রী-এর উপর অত্যাচার করত । তাঁকেও নাকি পুড়িয়ে মেরেছিল, অভিযোগ করা হয় এমনই ৷

ঘটনার পর পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পুলিশকে আটকে রেখেই দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ ৷ পরে পরিস্থিতি শান্ত হতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

ABOUT THE AUTHOR

...view details