পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সেলফি তুলতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে মৃত্যু পর্যটকের - toy train

সেলফি তুলতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু পর্যটকের ৷ দার্জিলিঙের ঘুমের ঘটনা ৷ মৃত পর্যটকের নাম প্রদীপ সাকসেনা ৷ তিনি হুগলির বাসিন্দা ৷

সেলফি তুলতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে মৃত্যু পর্যটকের

By

Published : Oct 9, 2019, 10:51 PM IST

Updated : Oct 9, 2019, 11:57 PM IST

দার্জিলিং, 9 অক্টোবর : সেলফি তুলতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের ৷ নাম প্রদীপ সাকসেনা ৷ দার্জিলিঙের ঘুমের ঘটনা ৷ মৃত পর্যটক হুগলির বাসিন্দা ৷

প্রদীপ সপরিবারে দার্জিলিং বেড়াতে এসেছিলেন ৷ টয় ট্রেনে চড়ে দার্জিলিং আসার পথে দুর্ঘটনা ঘটে ৷ ঘুম স্টেশনের কাছে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ৷ সে সময় ঘটে বিপত্তি ৷ হঠাৎই পা পিছলে পড়ে যান রাস্তায় ৷ মাথায় চোট লাগে ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

হাসপাতালে নিয়ে গেলে জানানো হয় প্রদীপের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ দার্জিলিং থেকে শিলিগুড়ি নিয়ে আসার পথে কার্শিয়াঙের কাছে মারা যান ওই পর্যটক ৷ আজ রাতেই তাঁর মৃতদেহ শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে ৷ পর্যটন দপ্তরের তরফে মৃতদেহ কলকাতায় নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে ৷

Last Updated : Oct 9, 2019, 11:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details