শিলিগুড়ি, 3 ফেব্রুয়ারি : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে প্রকাশ্যে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব ! ভূমিপুত্র প্রার্থীর দাবিতে পোস্টার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার সামনে । ঘটনায় রীতিমতো শোরগোল পরে গিয়েছে ।
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজলেও এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের তরফেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি । যদিও শাসকদলের হয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী রাজ্যের দু'বারের মন্ত্রী তথা বিধায়ক গৌতম দেব । কিন্তু এবার ওই কেন্দ্রে ভূমিপুত্র প্রার্থীর দাবি তুলে বুধবার শিলিগুড়িতে উত্তরকন্যার সামনে একাধিক জায়গায় ব্যানার দেখা গেল ৷ যাতে চাঞ্চল্য ছড়ায় । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে গেরুয়া শিবিরের । এদিকে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার আগে ওই ধরণের ঘটনার নেপথ্যে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে পালটা দাবি করেছে বিজেপির ।