শিলিগুড়ি, 4 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে বাম বিধায়ক তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যকে একধাপ এগিয়ে রাখলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। শুধু তাই নয়। নির্বাচনে অশোক ভট্টাচার্যকে সাধারণ মানুষের উচিত জয়ী করা বলেও জানান বাইচুং।
তাঁর ওই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে বাঘাযতীন কলোনিতে বিধায়ক অশোক ভট্টাচার্যর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বাঘাযতীন ময়দান উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন বাইচুং। এখন সিকিমে রাজনীতি করলেও একসময় এই রাজ্যে অবশ্য তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক থাকার পাশাপাশি 2016 বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে অশোক ভট্টাচার্যর বিরুদ্ধেই তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে পরাজয়ের পর তিনি রাজ্য রাজনীতি থেকে সরে যান।