শিলিগুড়ি, 18 মার্চ : বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলছে শাসক বিরোধী দল । কখনও বর্ণাঢ্য পদযাত্রা তো কখনও প্রতীকী মিছিল । তেমনই এক প্রতীকী মিছিল দেখা গেল শিলিগুড়িতে । আজ হুইল চেয়ার নিয়ে শহরের রাজপথে মিছিল করতে দেখা যায় বিজেপির যুব মোর্চার সদস্যদের । শিলিগুড়ির হাশমি চক থেকে শুরু করে মিছিল চলে সেবক মোড় হয়ে চার্চ রোড ধরে । শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় হাশমি চকের দলীয় কার্যালয়ে ।
আরও পড়ুন : মিথ্যা কথার গ্যাস বেলুন, নির্বাচনের সময় ক্যাশ বেলুন; বিজেপিকে আক্রমণ মমতার
সম্প্রতি নন্দীগ্রামে প্রচারের সময় দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পায়ে আঘাত পান । আপাতত তাঁকে হুইল চেয়ারে করেই প্রচার করতে দেখা যাচ্ছে । মিছিল, জনসভা করছেন হুইল চেয়ারেই । তাঁর এই হুইল চেয়ারে প্রচার করাকে সহানুভূতির রাজনীতি বলে কটাক্ষ করছে বিরোধীরা । কটাক্ষ করেই প্রতীকী মিছিল করল শিলিগুড়ির বিজেপির যুব মোর্চার দল ।
এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, যুব সভাপতি কাঞ্চন দেবনাথ, সম্পাদক রাজু পাল, শংকর ঘোষ সহ অন্যান্যরা । জেলা সভাপতি এবিষয়ে বলেন, "মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে সহানুভূতির রাজনীতি করছেন । আর রাজ্যের শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা হুইল চেয়ারে বসে গিয়েছে । কর্মসংস্থান না করে বেকার যুবকদের স্বপ্ন ভঙ্গ করে হুইল চেয়ারে ফেলে রাখা হচ্ছে । তাই আমরা সাধারণ মানুষের কাছে পরিবর্তনের আবেদন জানিয়ে বিধানসভা নির্বাচনে বিজেপির হাত শক্ত করার জন্য জানাচ্ছি ।"