পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা সচেতনতার লক্ষ্যে পাহাড়ে বন্ধ সাপ্তাহিক হাট - darjeeling

কোরোনা মোকাবিলা করতে কার্সিয়াং পৌরসভা গ্রহণ করল নয়া পদক্ষেপ । সাপ্তাহিক হাট বন্ধের নির্দেশিকা জারি করল ।

Weekly hut closed in Darjeeling
দার্জিলিংয়ে সাপ্তাহিক হাট বন্ধ

By

Published : Mar 20, 2020, 10:29 AM IST

দার্জিলিং, 20 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে বৃহস্পতিবার পাহাড়ে সাপ্তাহিক হাট বন্ধ । এদিন কার্সিয়াং পৌরসভা, শিলিগুড়িসহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেল । কার্সিয়াং পৌরসভার তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে ।

প্রতি সপ্তাহের মতো এদিনও যাবতীয় পসরা সাজিয়ে নিয়ে যান ব্যবসায়ীরা । কার্সিয়াং কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হয় । মূলত কোরোনা ভাইরাসের সংক্রমণকে মোকাবিলা করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে কার্সিয়াং পৌরসভা ।

কার্সিয়াং পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা লিম্বু সুব্বা গতকাল নিজেই তদারকি করতে আসেন । তাঁর কথায়, ''শিলিগুড়িসহ বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা সবজি, মাছ, ফলসহ বিভিন্ন পণ্য সম্ভার নিয়ে হাটে এসেছিলেন । বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরণের মানুষ আসেন । কোরোনা আতঙ্কের কারণে তাঁদের বসতে নিষেধ করা হয়েছে । যতদিন পর্যন্ত কোরোনা ভাইরাসকে মোকাবিলা করা যায়, ততদিন সাপ্তাহিক হাট বসায় নিষেধাজ্ঞা জারি থাকবে ।''

তবে কোরোনা আতঙ্কের জেরে খাদ্যপণ্যতে কালোবাজারি বা কৃত্রিম সংকটের আশঙ্কায় অনেকেই এখন বাড়িতে খাদ্যপণ্য মজুত রাখতে তৎপর ।

ABOUT THE AUTHOR

...view details