শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর ফের সার্জিকাল স্ট্রাইকের দাবি তুলল শিলিগুড়ির বিভিন্ন সংগঠন। একইসাথে দফায় দফায় পোড়ানো হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল। পথে নামে BJP-র যুব মোর্চার সদস্যরা। চলে পথ অবরোধও।
জ্বলল ইমরানের কুশপুতুল; স্লোগান উঠল, "ফের চাই সার্জিকাল স্ট্রাইক" - siliguri
পুলওয়ামা ইশুতে পাকিস্তানের মাটিতে ফের সার্জিকাল স্ট্রাইকের দাবি তুলল দেশের মানুষ।
পুলওয়ামার ৪৫ জন CRPF জওয়ান শহিদ হওয়ার ঘটনায় দেশজুড়ে পাকিস্তান বিরোধী স্লোগান উঠতে শুরু করেছে। আজ শিলিগুড়িতে সাধারণ মানুষ থেকে কলেজ পড়ুয়া সকলেই এই প্রতিবাদে সামিল হন। প্রতিবাদ মিছিল করেন শিক্ষকরাও। কেউ কেউ শহিদদের অস্থায়ী বেদিতেও মালাও দেন। একাধিক জায়গায় পথ অবরোধ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল দাহ করে সার্জিকাল স্ট্রাইকের দাবি ওঠে।
পথে নামেন BJP-র যুব মোর্চার সদস্যরাও। আজ সন্ধ্যায় শিলিগুড়ির ভেনাস মোড়ে সংগঠনের সদস্যদের তরফে ইমরান খানের কুশপুতুল দাহ করা হয়৷ একইসাথে একটি শোক মিছিলেরও আয়োজন করা হয়েছিল। এবিষয়ে যুব মোর্চার শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, "ইতিমধ্যে প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। আমরা ভরসা রাখছি প্রধানমন্ত্রীর প্রতি। আশাবাদী পাকিস্তান যোগ্য জবাব পাবে।