জলপাইগুড়ি, 28 মার্চ : জলপাইগুড়ি সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু । জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ঘটনা । বন্দীর নাম বীরেন্দ্র ছেত্রি (31) ।
গতকাল খুকরি নাচের অনুশীলনের পর ওই বন্দীকে খুঁজে পাচ্ছিলেন না কর্তব্যরত আধিকারিকরা । সূত্রের খবর, এরপর সংশোধনাগারের শৌচাগার থেকে বীরেন্দ্রর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় । পুলিশের প্রাথমিক অনুমান, বীরেন্দ্র আত্মহত্যা করেছে । বিষয়টি খতিয়ে দেখছে জেল কর্তৃপক্ষ ও পুলিশ ।