পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জলপাইগুড়ি সংশোধনাগারে বন্দীর অস্বাভাবিক মৃত্যু - জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ঘটনা

সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু ৷ ঘটনা খতিয়ে দেখছে সংশোধনাগার কর্তৃপক্ষ ।

jail_prisoner
সংশোধনাগারে বন্দীর অস্বাভাবিক মৃত্যু

By

Published : Mar 28, 2020, 12:33 PM IST

জলপাইগুড়ি, 28 মার্চ : জলপাইগুড়ি সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু । জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ঘটনা । বন্দীর নাম বীরেন্দ্র ছেত্রি (31) ।

গতকাল খুকরি নাচের অনুশীলনের পর ওই বন্দীকে খুঁজে পাচ্ছিলেন না কর্তব্যরত আধিকারিকরা । সূত্রের খবর, এরপর সংশোধনাগারের শৌচাগার থেকে বীরেন্দ্রর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় । পুলিশের প্রাথমিক অনুমান, বীরেন্দ্র আত্মহত্যা করেছে । বিষয়টি খতিয়ে দেখছে জেল কর্তৃপক্ষ ও পুলিশ ।

বীরেন্দ্র কালিম্পং থানা এলাকার বাসিন্দা ছিলেন । খুনের অভিযোগে বছর ছ'য়েক আগে জলপাইগুড়ি থানার কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয় তাকে ।

নেপালি নৃত্য করত বীরেন্দ্র । এছাড়া খুকরি নাচও করত । সম্প্রতি সংশোধনাগারের আবাসিকদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগও দিয়েছিল সে ।

ABOUT THE AUTHOR

...view details