পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bangladesh Violence : বাংলাদেশের ঘটনা মেনে নেওয়া যায় না, উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের - Nisith Pramanik

মঙ্গলবার কোচবিহার থেকে দিল্লি যাওয়ার পথে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে বাংলাদেশের হিংসা নিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ।

union home mos nisith pramanik says bangladesh violence can not be accepted
Bangladesh Violence : বাংলাদেশের ঘটনা মেনে নেওয়া যায় না, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ

By

Published : Oct 19, 2021, 5:23 PM IST

শিলিগুড়ি, 19 অক্টোবর : "বাংলাদেশের ঘটনায় আমরা চিন্তিত । ওই ধরনের ঘটনা যেখানেই হোক না কেন, যেই দেশেই হোক না কেন, কখনোই মেনে নেওয়া যায় না ।"

মঙ্গলবার শিলিগুড়িতে বাংলাদেশের হিংসা নিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক । এদিন কোচবিহার থেকে দিল্লি যাওয়ার পথে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সেখানেই এই কথা বলেন ৷

আরও পড়ুন :BJP Protest : বাংলাদেশে ইসকনে হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ বিজেপির

দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকে বাংলাদেশে হিংসা ছড়াতে শুরু করে ৷ মন্দির, পুজো মণ্ডপে ভাঙচুর চালানো হয়৷ এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে বিশ্বজুড়ে ৷ এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, "এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। সাধারণ মানুষের উপর যখন কোনও সমস্যা নেমে আসে, সেটা প্রাকৃতিক দুর্যোগে হোক বা কোনও দুর্ঘটনা হোক অথবা বাংলাদেশে একটি সম্প্রদায়ের উপর উৎসবের সময় যে আক্রমণ করা হয়েছে, সেটা অবশ্যই চিন্তার বিষয় এবং আমরা ওই বিষয়ে চিন্তিত । যে কোনও ধরনের এবং যে কোনও ধর্মের মানুষের উপরে যদি আক্রমণ নেমে আসে, তবে ভারতীয় জনতা পার্টি অবশ্যই সেই বিষয়ে কথা বলবে ।"

আরও পড়ুন :BJP Protest : বাংলাদেশে মণ্ডপ-মন্দিরে হামলা, প্রতিবাদে বর্ধমানে বিজেপির বিক্ষোভ

এদিন কেন্দ্রীয় সরকারের তরফে বিএসএফের কাজ করার এক্তিয়ার বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছে ৷ আগে যা সীমান্ত থেকে 15 কিলোমিটার ছিল ৷ এই নিয়ে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক বলেন, "কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষাকে আরও সুনিশ্চিত করার জন্য এবং দেশের অন্তবর্তী সুরক্ষাকে ঢেলে সাজানোর জন্য ওই সিদ্ধান্ত নিয়েছে । উত্তরবঙ্গে চিকেন’স নেক রয়েছে, সমগ্র বাংলা জুড়ে রয়েছে ইন্দো-বাংলাদেশ সীমান্ত । এই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে ।’’

একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘শুধু পশ্চিমবঙ্গে নয় অসম, উত্তর-পূর্ব ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্য এবং রাজস্থান, গুজরাতেও বিএসএফের কার্যকারিতার সীমানা বাড়ানো হয়েছে । এতে তৃণমূলের নেতারা কেন ভয় পাচ্ছে, সেটাই অবাক হওয়ার বিষয় ।"

বাংলাদেশের ঘটনা মেনে নেওয়া যায় না, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ

আরও পড়ুন :BJP Protest : বাংলাদেশের মন্দিরে হামলার প্রতিবাদে মালদায় বিজেপির ধিক্কার মিছিল

এছাড়া দিনহাটা বিধানসভা আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার । সম্প্রতি ওই আসনের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল-সহ নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর উপর প্রচারের সময় আক্রমণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে । অভিযুক্ত তৃণমূল কংগ্রেস ৷

সেই বিষয়েও মন্তব্য করতে ভোলেননি কোচবিহারের সাংসদ নিশীথ । তাঁর প্রশ্ন, যেখানে বিজেপি প্রার্থীর উপর আক্রমণ করা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ কীভাবে সুষ্ঠুভাবে ভোট দেবে ?

আরও পড়ুন :BJP Protest : খড়দায় বিজেপির প্রতিবাদ মিছিল আটকালো পুলিশ, আটক 5 কর্মী

ABOUT THE AUTHOR

...view details