পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্য়ু ব্ল্য়াক ফাংগাসে আক্রান্ত 2 মহিলার - শিলিগুড়িতে ব্ল্যাক ফাংগাস

কয়েক ঘণ্টার ব্যবধানে শিলিগুড়িতে মৃত্যু হল ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই মহিলার ৷ এঁরা হলেন শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত প্রধাননগরের বাসিন্দা গায়ত্রী পাসওয়ান (49) এবং শিলিগুড়ি সংলগ্ন গজলডোবার বাসিন্দা অঞ্জলি ব্যাপারী (40) ৷ ঘটনায় আতঙ্ক বাড়ছে শহরবাসীর মধ্যে ৷

two women death by black fungus infection in Siliguri
শিলিগুড়িতে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্য়ু ব্ল্য়াক ফাংগাসে আক্রান্ত 2 মহিলার

By

Published : Jun 2, 2021, 4:32 PM IST

শিলিগুড়ি, 2 জুন :মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শিলিগুড়িতে মৃত্যু হল ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই মহিলার ৷ ঘটনায় আতঙ্ক বাড়ছে শহরবাসীর মধ্যে ৷ মঙ্গলবার রাতেই মৃত্যু হয় ওই দুই মহিলার ৷

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত প্রধাননগরের বাসিন্দা গায়ত্রী পাসওয়ানের (49) ৷ ব্ল্যাক ফাংগাসের বলি অন্য মহিলার নাম অঞ্জলি ব্যাপারী (40) ৷ তিনি শিলিগুড়ি সংলগ্ন গজলডোবার বাসিন্দা ছিলেন ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গায়ত্রী পাসওয়ান করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন ৷ কিন্তু 20 মে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এরপর তাঁকে 22 মে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ৷ 23 মে তাঁর লালারস ও টিস্যু পরীক্ষা করা হলে জানা যায় তিনি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছেন ৷ মুখের নানা অংশে সংক্রমণ ছড়িয়ে পড়ায় 23 মে তাঁর অস্ত্রোপচার করা হয় ৷ অস্ত্রোপচার করে তাঁর চোয়াল, গাল, কপালের খানিকটা অংশ বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা ৷ অস্ত্রোপচারের পর তাঁকে ইএনটি ইনডোরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ টানা ন’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মঙ্গলবার রাতে তিনি মারা যান ৷

অন্যদিকে, গত 20 মে অঞ্জলি ব্যাপারীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে ভর্তি করা হয় ৷ 22 মে ফের পরীক্ষা করা হলে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷ এর মধ্যে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে এইচডিইউ ইউনিটে স্থানান্তরিত করা হয় ৷ 24 মে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট আবারও একবার নেগেটিভ আসে ৷ কিন্তু শ্বাসকষ্ট থাকায় তাঁকে ভেন্টিলেটরেই রাখতে হয় ৷ এরপরই তাঁর শরীরে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ধরা পরে ৷ তড়িঘড়ি তাঁর লালারস ও টিস্যু পরীক্ষা করা হলে চিকিৎসকরা এই বিষয়ে নিশ্চিত হন ৷ কিন্তু অঞ্জলির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর অস্ত্রোপচার করা সম্ভব হয়নি ৷ এরপর মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন :কল্যাণীতে মিলল ব্ল্যাক ফাংগাস

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত এই প্রসঙ্গে বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ৷ চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তা বিফল হয়েছে ৷ গায়ত্রী পাসওয়ানের হাই সুগার থাকায় সংক্রমণ কোনওভাবেই আটকানো সম্ভব ছিল না ৷ অপরজনের শ্বাসকষ্ট থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি ৷’’

অঞ্জলি ব্যাপারীর ছেলে অসীম ব্যাপারী বলেন, ‘‘মাকে 20 মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ সোমবার জানানো হয় মা ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত ৷ কোভিড ব্লকেই ভর্তি ছিলেন ৷ মঙ্গলবার মাঝরাতে মা মারা যান ৷’’

ABOUT THE AUTHOR

...view details