শিলিগুড়ি, 19 মার্চ : হোলির পরের দিনই দু‘টি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে । একটি ঘটনা ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার গোঁসাইপুর এলাকায়। আর অন্যটি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় (Fire In Siliguri)।
শনিবার সকালে বাগডোগরায় একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঠ ও প্লাস্টিকের আসবাবপত্র থাকায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ ও দমকল। দমকলের দু‘টি ইঞ্জিন আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল আধিকারিকদের সন্দেহ শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে অনুমান। আসল কারণ খুঁজতে তদন্তে নেমেছে দমকল বিভাগ ও পুলিশ।