শিলিগুড়ি, 12 মে : লালগড়ে ধস। রাজ্যে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসতেই শাসকদলে যোগদান পর্ব শুরু হল শিলিগুড়ির রাজনীতিতেও । দীর্ঘদিনের কাউন্সিলর তথা মেয়র পারিষদের সদস্য বামনেতা কমল আগরওয়াল ও শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো যোগদান করলেন ঘাসফুল শিবিরে । বুধবার দার্জিলিং জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার ৷
রাজ্যের বাম দুর্গ বলে পরিচিত শিলিগুড়ি । কিন্তু এবারের বিধানসভার নির্বাচনে বামেরা শূন্য হয়ে গিয়েছে । শিলিগুড়িতেও ডাহা ফেল করেছে অশোক মডেল । পরাজিত হয়েছেন বাম আমলের প্রাক্তন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য । শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে পরাজিত হন । অশোক ভট্টাচার্য হেরে যাওয়ায় জেলা বামফ্রন্টের কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে । এদিন সেই আশঙ্কাই জিইয়ে রেখে দার্জিলিং জেলা বামফ্রন্টে আবারও বড় ধস নামল । শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো এবং বাম পরিচালিত প্রাক্তন পৌর বোর্ডের মেয়র পারিষদ (কর, পার্কিং) সদস্য কমল আগরওয়াল এদিন সিপিআইএম ছেড়ে যোগ দিলেন রাজ্যের শাসকদলে । একই সঙ্গে কমল আগরওয়ালের ভাই মনোজ আগরওয়াল তৃণমূলে যোগ দেন । শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও রঞ্জন সরকার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।