শিলিগুড়ি, 25 অক্টোবর : জাতীয়স্তরের রাজনীতিতে গান্ধি পরিবারকে (Gandhi Family) আরও একবার ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার উত্তরপ্রদেশ কংগ্রেসের দুই নেতা যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে ৷
সোমবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার বাইরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে উত্তরপ্রদেশে (Uttar Pardesh) প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের (Congress) সহ-সভাপতি রাজেশপতি ত্রিপাঠি এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা উত্তরপ্রদেশের কংগ্রেসের সহ-সভাপতি ললিতেশপতি ত্রিপাঠি এদিন তৃণমূলে যোগদান করলেন ।
আরও পড়ুন :Mamata Banerjee : বিজেপি ভাইরাসের ভ্যাকসিনের নাম মমতা, দিনহাটায় দাবি অভিষেকের
এই দুই নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, জাতীয়স্তরে ক্রমশ তৃণমূলের শক্তিবৃদ্ধি হচ্ছে ৷ আর তিনি নিজে ছটপুজোর পর উত্তরপ্রদেশে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷ এছাড়া দেশের অন্যান্য অংশেও যাবেন বলে মমতা জানিয়েছেন ৷
একই সঙ্গে বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি ৷ বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে তৃণমূলের কর্মসূচি আটকানো হচ্ছে বলে মমতা অভিযোগ করেছেন ৷ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ত্রিপুরা ও গোয়ার কথা ৷ সেখানে অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বিজেপি তৃণমূলের কর্মসূচি বাতিল করেছে বলে তিনি অভিযোগ করেন ৷
আরও পড়ুন :Abhishek-Suvendu : হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু