শিলিগুড়ি, 2 জুন : ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত ৷ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে মিলেছে এই সাফল্য ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ধৃতরা হল গঙ্গা থাপা ও কুশল কুমার ৷ তারা শিলিগুড়ি সংলগ্ন সুকনার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিরাপত্তারক্ষীর কাজ করত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷
কুশল কুমার মূলত এজেন্ট সেজে ভিনরাজ্য থেকে চাকরিপ্রার্থীদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার টোপ দিয়ে শিলিগুড়ি নিয়ে আসত ৷ আর গঙ্গা থাপা নিজেকে সেনার উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিত ৷ চাকরি দেওয়ার নাম করে প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় 5 থেকে 10 লাখ টাকা হাতিয়ে নিত এই জুটি ৷ এমনকী, কোনও বৈধ পরিচয়পত্র ছাড়াই বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর সেনা ছাউনিতে থাকার ব্যবস্থাও করে দিয়েছিল অভিযুক্তরা ৷