শিলিগুড়ি, 29 জুন :তক্ষক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করলেন সশস্ত্র সীমা বলের (SSB) জওয়ানরা ৷ সোমবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালান এসএসবি-র 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ তখনই এই দু’জনকে পাকড়াও করা হয় ৷ ধৃতরা হল ভীম বিশ্বকর্মা ও তার সঙ্গী বিধান মিত্র ৷
আরও পড়ুন :ভারত-বাংলাদেশ সীমান্তে 34 লাখ টাকার সোনা-সহ ধৃত 1 পাচারকারী
সূত্রের খবর, পানিট্যাঙ্কি এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্কুটারে চড়ে ঘোরাঘুরি করতে দেখেন এসএসবি জওয়ানরা ৷ এরপর তাদের তাড়া করে ধরে ফেলেন বাহিনীর সদস্যরা ৷ তল্লাশি চালানো হয়ে স্কুটারটিতে ৷ স্কুটারের ভিতর থেকে উদ্ধার হয় একটি বোতলবন্দি তক্ষক ৷ এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নকশালবাড়ি ব্লকের স্কুলডাঙ্গির বাসিন্দা ভীম বিশ্বকর্মা ৷ এবং ওই ব্লকেরই সাতভাইয়া এলাকার বাসিন্দা বিধান মিত্র ৷