শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর: পুজোর মুখে পর্যটকদের জন্য খুশির খবর নিয়ে এল দার্জিলিং-হিমালয়ান রেল (Darjeeling Himalayan Railway) ৷ ধস নেমে টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর, আজ ফের তা চালু করা হল (Toy Train Service Resumes Befor Puja Vacation) ৷ সেইসঙ্গে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ভিস্তাডোম টয়ট্রেন পরিষেবার সংখ্যা বাড়ালো ডিএইচআর (Number of Vistadome Coaches of Toy Train Increased) ৷ করোনার পর এবার পুজোর মরশুম জমজমাট ৷ পাহাড়েও পর্যটকদের ঢল নেমেছে ৷ ফলে টয়ট্রেনের টিকিটের চাহিদাও রয়েছে তুঙ্গে ৷ সেই কথা মাথায় রেখেই সপ্তাহে তিনদিন করে এনজেপি থেকে দার্জিলিং স্পেশাল টয়ট্রেন পরিষেবা চালু করল ডিএইচআর (DHR) ৷
টানা বৃষ্টিতে ধসের জেরে চলতি মাসেই একাধিকবার বন্ধ হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা ৷ সোমবার থেকে পুনরায় টয়ট্রেন পরিষেবা চালু হয়েছে ৷ শুধু তাই নয় ৷ এসি ভিস্তাডোম কামরা যুক্ত টয়ট্রেন চালানো হচ্ছে ৷ এদিন টয়ট্রেন পরিষেবার সূচনা করেন, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং সাংসদ খগেন মুর্মু সহ-অন্যান্যরা ৷
প্রসঙ্গত, সবরকম বাধা কাটিয়ে এ বার পাহাড়-সমতলের টয়ট্রেন পরিষেবা আরও একধাপ উন্নত হয়েছে ৷ সোমবার সকালে সমতল থেকে পাহাড়ের বাঁক ধরে পর্যটকদের নিয়ে শৈলশহরের পথে যাত্রা শুরু করেছে ভিস্তাডোম টয়ট্রেন ৷ কাঁচের কামরায় বসে দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে পাহাড়ের সবুজ ঘেরা নৈঃস্বর্গীক সৌন্দর্য দেখতে পাবেন পর্যটকরা ৷