পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Petrol Price Hike Effect Tourism : জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে সংকটে পর্যটনশিল্প

করোনাকালে দীর্ঘ লকডাউনের জেরে একপ্রকার ভেন্টিলেশনে চলে গিয়েছিল পর্যটনশিল্প ৷ দীর্ঘ লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দার্জিলিংয়ের পর্যটনশিল্প ৷ জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বেড়েছে গাড়ি ভাড়া ৷ তাতেই কমছে পর্যটকদের সংখ্যা ৷ সমস্যায় ট্যুর অপারেটররা (Petrol Price Hike Effect Tourism) ৷

By

Published : Apr 9, 2022, 5:54 PM IST

Petrol Price Hike Effect Tourism
জ্বালানি মূল্য বৃদ্ধির জেরে সঙ্কটে পর্যটন শিল্প

দার্জিলিং, 9 এপ্রিল:করোনাকালে একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল পর্যটনশিল্প ৷ বিধিনিষেধ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পর্যটনকেন্দ্রগুলি ৷ খারাপ সময় কাটিয়ে উঠতে না উঠতেই আবারও সমস্যায় পর্যটনশিল্প ৷ জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে ঘুরে দাঁড়াতে গিয়ে বিপাকে পর্যটনশিল্প ৷ ক্রমাগত পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাড়েছে গাড়ি ভাড়া ৷ অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে পর্যটকদের ৷ তাতেই কমছে পর্যটকের সংখ্যা ৷ সমস্যায় ট্যুর অপারেটররা ৷

এককথায় প্রতিদিন জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সিঁদুরে মেঘ দেখছেন পর্যটকরা ৷ জ্বালানির মূল্যবৃ্দ্ধির জেরে গাড়ি ভাড়া বাড়িয়েছেন পর্যটকরা ৷ তাতেই পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ ৷ ফলে কমছে বুকিং ৷

আরও পড়ুন :Bengal Himalayan carnival: উত্তরবঙ্গে শুরু হচ্ছে পর্যটন মেলা, থাকবে বৈকুণ্ঠপুরের রাজার ইতিহাস

অনলাইন বা ফোন বুকিং 25 শতাংশ থেকে কমে 5 শতাংশে এসেছে ৷ দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিমে গাড়ি ভাড়া করে ঘুরতে গেলেই এক থেকে দেড় হাজার করে বাড়তি গুনতে হচ্ছে গাড়ি ভাড়া । এই অবস্থায় লাভের আশা ছেড়ে ব্যবসা চালানো ছাড়া আর কোনও উপায় নেই ব্যবসায়ীদের । সেজন্য জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের।

পর্যটন সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগে শিলিগুড়ি থেকে দার্জিলিং গেলে ছোট গাড়ি রিজার্ভ করে ভাড়া লাগত আড়াই হাজার । এই কদিনে সেই ভাড়া বেড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা হয়েছে । একইভাবে সমস্ত ক্ষেত্রে দাম বৃ্দ্ধি পাওয়ায় পর্যটকরা অতিরিক্ত ভাড়া গুনতে নারাজ ৷ পর্যটকরা অতিরিক্ত ভাড়া গোনার ভয়ে ট্যুর বুকিং করছেন না ৷

ABOUT THE AUTHOR

...view details