শিলিগুড়ি, 18 ডিসেম্বর: করোনা পরিস্থিতির কারণে মুখ থুবড়ে থাকা পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবার শিলিগুড়িতে পর্যটন মেলার আয়োজন হতে চলেছে (Tourism Fair in Siliguri) । চণ্ডীগড়, হিমাচলপ্রদেশ, গুজরাট এবং ছত্তিশগড় রাজ্যের পর্যটন দফতরের সহযোগিতায় ওই পর্যটন মেলার আয়োজন হতে চলেছে । 18 এবং 19 ডিসেম্বর শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়াতে ওই পর্যটন মেলা আয়োজিত হবে ।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সহযোগিতায় ওই পর্যটন মেলা আয়োজিত হবে । শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন ওই পর্যটন মেলার আয়োজক সংস্থার সদস্যরা ।
18 এবং 19 ডিসেম্বর শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়াতে ওই পর্যটন মেলা আয়োজিত হবে । আরও পড়ুন : শিলিগুড়ি পথ দুর্ঘটনার নেপথ্য কারণ নিয়ে ধোঁয়াশা
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই উত্তরবঙ্গে পর্যটকের ঢল নামতে শুরু করেছে । ইতিমধ্যেই এপ্রিল মাস পর্যন্ত প্রায় 95% হোটেলের বুকিং হয়ে গিয়েছে । বিশেষ করে পাহাড়ে গ্রামীণ পর্যটনগুলোর মধ্যে থাকা হোম স্টে এবং ফরেস্ট ভিলেজগুলি নিয়ে সবথেকে বেশি চাহিদা রয়েছে । বড়দিনের মরশুমেও যাতে পর্যটকদের ঢল নামে, সেই জন্যই এই পর্যটন মেলার আয়োজন করা হচ্ছে । মূলত যাঁরা উত্তরবঙ্গ থেকে ওই চার রাজ্যে পর্যটনের জন্য যাবেন, তাঁরা সরাসরি বইমেলা থেকে সেই সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন । এমনকি সেই মেলাতেই থাকছে প্রি-বুকিং সুবিধা ।