পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC-BJP : বিজেপির পরিষ্কার করা মূর্তি গঙ্গাজলে শুদ্ধিকরণ তৃণমূলের - bjp

একই দিনে একই মূর্তি দু'বার পরিষ্কার ৷ হ্যাঁ, এমনই ঘটনা দেখল শিলিগুড়ি শহর ৷ এবেলা বিজেপির পরিষ্কার করা মূর্তি ও বেলা গঙ্গাজলে শুদ্ধ করল তৃণমূল ৷

তৃণমূল
তৃণমূল

By

Published : Aug 11, 2021, 9:56 AM IST

শিলিগুড়ি, 11 অগস্ট : সকালে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি ধুয়ে মুছে পরিষ্কার করল বিজেপি ৷ সেই মূর্তিই সন্ধ্যায় গঙ্গাজলে ধুয়ে শুদ্ধ করল তৃণমূল ৷ মঙ্গলবার সারাদিন দু'বার করে মূর্তি পরিষ্কারের সাক্ষী থাকল শিলিগুড়ি ৷

এই ঘটনাকে কেন্দ্র করেই সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে । মঙ্গলবার রাজ্য জুড়ে বিজেপির স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে সমস্ত মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি পরিষ্কার করার কর্মসূচি নেওয়া হয় । সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন শিলিগুড়িতে জলপাই মোড়ে থাকা বিনয়, বাদল ও দীনেশের মূর্তি পরিষ্কার করে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মী সমর্থকরা । উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়-সহ জেলার অন্যান্য কর্মী সমর্থকরা ।

আরও পড়ুন :Jamtara Gang : বদলাচ্ছে অপরাধের ধরণ, ক্রমেই পুলিশের মাথাব্যথা হয়ে উঠছে জামতাড়া গ্যাং

এদিকে বিজেপি মূর্তি পরিষ্কার করে যেতেই সন্ধ্যায় ফের সেগুলি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করল যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা । আর তাদের ওই উদ্যোগের পরই রাজনৈতিক মহলে শোরগোল পরে যায় । যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর মতে, বিজেপির মতো অগণতান্ত্রিক ও দেশের ক্ষতিকারক রাজনৈতিক দলের নেতার হাত মনীষীদের গায়ে লাগায় তা শুদ্ধিকরণ করা হয় ।

এ বিষয়ে 10 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস সভাপতি উদয় পাসওয়ান বলেন, "বিজেপির নেতারা বিনয়, বাদল ও দীনেশের মূর্তি পরিষ্কার করার নামে তাদের অপবিত্র করেছে । সেজন্য আমরা শুদ্ধিকরণ করলাম ।"

আরও পড়ুন :Red Panda : কিৎচি ও সাত্তিকের কোলে নতুন সদস্য

ABOUT THE AUTHOR

...view details