পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SMP Election Result 2022: শিলিগুড়ি মহকুমা পরিষদে সবুজ-ঝড়, পঞ্চায়েত হাতছাড়া সিপিআইএমের

তৃণমূল কংগ্রেসের একের পর এক গ্রাম পঞ্চায়েত আসন জয়ের পর অকাল হোলিতে মেতে উঠলেন দলের কর্মী-সমর্থকরা (SMP Election Result 2022) ।

SMP Election Result 2022
গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের জয়জয়কার

By

Published : Jun 29, 2022, 11:10 PM IST

শিলিগুড়ি,29 জুন : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে সবুজ-ঝড়ে উড়ে গেল বিরোধীরা ৷ 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 19টিতে জয়লাভ করেছে তৃণমূল ৷ পঞ্চায়েতের অধিকাংশ আসনই শাসকদলের অধীনে (SMP Election Result 2022) ৷

গত নির্বাচনে 12টি গ্রাম পঞ্চায়েতে জয় লাভ করেছিল তৃণমূল কংগ্রেস । এবার 22টি গ্রাম পঞ্চায়েতের 462টি আসনের মধ্যে 320টি আসনে জয় পেয়েছে শাসকদল । পাশাপাশি 80টি আসনে জয় লাভ করেছে বিজেপি, 21টি আসনে কংগ্রেস, 15টি আসনে সিপিআইএম এবং 10টি আসনে নির্দল প্রার্থী জয় লাভ করেছে ।

এতদিন পর্যন্ত বামেদের দূর্গ নামে পরিচিত ছিল শিলিগুড়ি ৷ এবার সেখানেও উড়ে গিয়েছে বামেরা । ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েত, মাটিগাড়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এবং ফাঁসিদেওয়া ব্লকের চটহাট গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে ।

গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের জয়জয়কার

আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় গণনা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক শাখার সভাপতি আনন্দময় বর্মন বলেন, "ছাপ্পাবাজি, রিগিং করে এভাবে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস । তবে গতবার আমরা মাত্র 14টি আসন পেয়েছিলাম । এবার আমরা 80টি আসন পেয়েছি ।"

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "এই জয় মানুষের জয়। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় । কুৎসা, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আমাদের জয়। আমাদের দায়িত্ব আরও বাড়ল । মাথানীচু করে আমাদের কাজ করতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details