শিলিগুড়ি, ১৯ মার্চ : হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকেছে। এবার আটশো বুথকে পাখির চোখ করুন। শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে প্রথম কর্মীসভায় দলের কর্মীদের উদ্দেশে একথা বললেন তৃণমূল নেতা গৌতম দেব। গতকাল ওই কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান আরেক নেতা অরূপ বিশ্বাস।
দার্জিলিঙের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে গতকাল শিলিগুড়িতে দলের প্রথম কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে মন্ত্রী গৌতম দেব বলেন, "এখানে আমাদের MLA নেই, MP নেই, মহকুমা পরিষদ নেই। এমন কী পৌরসভাও নেই। তা সত্ত্বেও আমরা উন্নয়ন করেছি। বড় নেতা বা জাতীয় স্তরের নেতা হওয়ার প্রয়োজন নেই। নিজের এলাকায় মানুষের বাড়ি বাড়ি যান। আর মাত্র এক মাস মতো বাকি রয়েছে। এখন মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনুন। আর মাথা নিচু করে তাঁদের বক্তব্য নোট করুন। সেগুলো নিয়ে রিপোর্ট তৈরি করুন। আমরা নির্বাচনের পরে মানুষের সব দাবি দাওয়া মেটানোর চেষ্টা করব। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পরাজয়ের গ্লানি প্রতিদিন আমাদের তাড়া করে। এটা আমাদের কাছে ডু অর ডাই সিচুয়েশন। এবার আটশো বুথকে পাখির চোখ করুন।"
তিনি আরও বলেন, "আমি ব্যক্তিগত ভাবে কখনও হারিনি। কিন্তু দলের ক্যাপ্টেন হিসেবে কাঙ্ক্ষিত জয় পাচ্ছি না। এবার এখানে স্থানীয় প্রার্থী লড়ছেন। বুকে আগুন নিয়ে কাজে নেমে পড়তে হবে। প্রচার করতে হবে। ঝড় তুলতে হবে।"