শিলিগুড়ি, 24 জুন :বঙ্গভঙ্গ ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ আলিপুরদুয়ারের সাংসদ তথা বিজেপি নেতা জন বারলা সম্প্রতি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলার দাবিতে সরব হন ৷ এরপর একে একে বিজেপির অন্য নেতা, বিধায়ক, সাংসদদের মুখেও শোনা যায় রাজ্যভাগের তত্ত্ব ৷ প্রতিবাদে ইতিমধ্যেই জন বারলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আর এবার একই কারণে পুলিশে অভিযোগ করা হল ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি সাংসদ শিখা চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷
আরও পড়ুন :উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বারলা
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানায় শিখা চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ নেতৃত্বে ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক ৷
এদিন দেবাশিস প্রামাণিক বলেন, ‘‘২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গজুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে ৷ উত্তরবঙ্গকে কোনও সময় কোনও কিছু থেকে বঞ্চিত রাখা হয়নি ৷ জেলাগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় বহু কাজ করা হয়েছে। এমনকী উত্তরবঙ্গে পৃথক সচিবালয় ‘উত্তরকন্যা’ও তৈরি হয়েছে ৷ এছাড়াও রাস্তাগুলি মেরামত করা হয়েছে ৷ কলেজ বানানো হয়েছে ৷ অথচ তারপরও চক্রান্ত করে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করছে বিজেপি ৷ উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে ৷ এতে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই এলাকার শান্তি বজায় রাখতে শিখা চট্টোপাধ্য়ায়ের নামে অভিযোগ দায়ের করা হল থানায় ৷ আর আগামী দিনে যদি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় উন্নয়ন না হয়, তাহলে তৃণমূল কংগ্রেস বিধায়কের বাড়ি ঘেরাও করবে ৷’’
আরও পড়ুন :পৃথক রাজ্যের দাবির বিরুদ্ধে রায়গঞ্জে মৌন বিক্ষোভ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের
প্রসঙ্গত, জন বারলার বঙ্গভঙ্গ সংক্রান্ত মন্তব্য়কে সামগ্রিকভাবে বিজেপি নেতৃত্ব সমর্থন করেনি ৷ দলের রাজ্য সভাপতি দিলীপ রায়ও বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ আবার কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক সম্প্রতি দার্জিলিংয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন ৷ সেখান থেকে বেরিয়ে তিনি জানান, তাঁরা আলাদা থাকার পক্ষপাতী নন ৷ কিন্তু, মানুষের আবেগ ও দাবিকে গুরুত্ব দিতেই হবে ৷
অন্যদিকে, জন বারলার দাবি, উত্তরবঙ্গবাসীর আবেদন মেনেই পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন তিনি ৷ মানুষ নাকি নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থেই তাঁর কাছে এমন দাবি জানিয়েছেন ৷