শিলিগুড়ি, 12 নভেম্বর : বিজেপিতে যাচ্ছেন ? হঠাৎ করে শুনলে মনে হবে যে কোনও রাজনৈতিক নেতাকে প্রশ্নটা করা হচ্ছে ৷ জানতে চাওয়া হচ্ছে, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন কি না !
কিন্তু শিলিগুড়িতে দাঁড়িয়ে আপনি এই একই প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে কাউকে ৷ কারণ, সেখানে ‘বিজেপি’তে যে কেউ যেতে পারেন ৷ কয়েক ঘণ্টা কাটিয়ে আবার ফিরেও আসতে পারেন ৷ পড়তে অবাক লাগলেও এটাই সত্যি ৷ আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে এক ইতিহাস ৷ যে ইতিহাস তৈরি করেছেন উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহরের বাসিন্দারাই ৷
আরও পড়ুন :Gold Biscuits Seized : পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে বাজেয়াপ্ত প্রায় কোটি টাকার সোনার বিস্কুট
আর সেই ইতিহাস বলছে যে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাঘাযতীন পার্ককে এখানকার লোকে ‘বিজেপি’ নামেই ডাকে ৷ তাই শিলিগুড়ির কেউ যদি বলে বসেন বিজেপি-তে যাচ্ছি, তাহলে এর সঙ্গে সবসময় রাজনৈতিক সংশ্রব না খোঁজাই উচিত ৷
কিন্তু বিষয়টি একেবারেই পছন্দ নয় শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা তৃণমূল নেতা গৌতম দেবের ৷ তিনি চান, শহরবাসী বিজেপির আগে বা পরে কোনও শব্দ ব্যবহার করুন ৷ শুক্রবার বাঘাযতীন পার্ক সংলগ্ন একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েই তিনি এই মন্তব্য করেছেন ৷
আরও পড়ুন :Leopard Death: নকশালবাড়ি জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
তাঁর কথায়, ‘‘নতুন প্রজন্ম এই বাঘাযতীন পার্ককে নতুন ডাক নাম দিয়েছে ‘বিজেপি’ । আমি ভাবলাম সবাই কি তাহলে বিজেপিতে চলে যাচ্ছে ! পরে বুঝলাম এই বিজেপি ভারতীয় জনতা পার্টি নয় । বাঘাযতীন পার্ক । ওই নামে অ্যালার্জি রয়েছে আমার । আমি বলব যদি নামটার আগে পরে কিছু বসানো যায় ।’’
প্রসঙ্গত, রাজ্যের পর্যটনমন্ত্রী থাকাকালীন শহরবাসীর স্বার্থে বেহাল দশায় থাকা বাঘাযতীন পার্কটিকে সৌন্দর্যায়নের কাজ করেছিলেন গৌতম দেব । প্রায় কোটি টাকা খরচ করে ঘাস লাগানো, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম থেকে পার্কটির সীমানা প্রাচীর । সব করে তৎকালীন পৌর বোর্ডকে হস্তান্তর করেছিলেন তিনি ।
আরও পড়ুন :IRCTC Tour : অল্প খরচে নবদ্বীপ ও পুরী ভ্রমণের সুযোগ এনে দিল আইআরসিটিসি
এদিন সেই প্রসঙ্গও তুলেছেন তিনি ৷ বলেছেন, ‘‘অনেক আগে থেকেই ইচ্ছে ছিল বাঘাযতীন পার্ককে সুন্দরভাবে সাজিয়ে তোলার । তবে সেই সময়ে সম্ভব হয়ে না উঠলেও পৌরনিগমের দায়িত্বে আসার পর সেই ইচ্ছেপূরণ করতে পেরেছি । পার্কের বোর্ড থেকে শুরু করে বাঘাযতীন পার্ক ময়দানে যাঁরা সকাল-বিকাল নিজের সময় কাটাতে আসেন, তাঁদের জন্য পার্কে সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে ।’’
কিন্তু এত কিছুর পরও পার্কের নাম বিজেপি হয়ে যাওয়ায় প্রাক্তন মন্ত্রী যে ক্ষুব্ধ, সেটাই স্পষ্ট হয়েছে তাঁর এদিনের বক্তব্য থেকে ৷ যদিও এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে শিলিগুড়িতে ৷ গৌতম দেবকে পালটা নিশানা করেছেন স্থানীয় বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ ৷ তিনি বলেন, ‘‘শহরের গুরুত্বপূর্ণ সমস্যা বাদে প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের ওই নাম নিয়ে সমস্যা হচ্ছে । ওঁর উচিত সামান্য ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে শহরের মূল সমস্যা সমাধানের জন্য কাজ করা ।’’
আরও পড়ুন :Landslide : পেলিং যাওয়ার রাস্তায় আচমকা ধস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পর্যটকরা
তবে ওই বিজেপি নেতা একা নন ৷ এই নিয়ে আপত্তি তুলেছেন শিলিগুড়ির বাসিন্দারাও ৷ বাঘাযতীন পার্ক চত্বরে আসা বেশ কিছু তরুণ ক্ষোভ প্রকাশ করেন । তাঁরা বলেন, ‘‘বাঘাযতীন পার্ককে বিজেপি বললে অসুবিধে কোথায় ? সব কিছুতেই রাজনীতি কেন ?’’