পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বেআইনি নির্মাণ ভাঙতে বাধা দিয়েছে তৃণমূল কাউন্সিলর : অশোক - illegal construction

শিলিগুড়ির বিধান মার্কেট পরিদর্শনে এসে মন্ত্রী গৌতম দেব অভিযোগ করেন, মার্কেটে কিছু দোকান পুড়ে যাওয়ার পর সেখানে না কি রাতারাতি একাধিক দোকান বানিয়ে কোটি টাকায় সেগুলি বিক্রির চেষ্টা হচ্ছে । দাবি খারিজ করে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বললেন, "ভিডিয়োতে মন্ত্রীর (গৌতম দেব) সঙ্গে যে কাউন্সিলরকে (নান্টু পাল) দেখেছি, উনি শহরে নানা বেআইনি নির্মাণ ভাঙতে বাধা দেন ।"

ফাইল ফোটো

By

Published : Jul 16, 2019, 3:12 PM IST

শিলিগুড়ি, 16 জুলাই : বিধান মার্কেটে বেআইনি নির্মাণ । যা নজরে এসেছে শাসক থেকে বিরোধী সব দলের । দিন কয়েক আগে এলাকা পরিদর্শনে এসে মন্ত্রী গৌতম দেব অভিযোগ করেন, মার্কেটে কিছু দোকান পুড়ে যাওয়ার পর সেখানে না কি রাতারাতি একাধিক দোকান বানিয়ে কোটি টাকায় সেগুলি বিক্রির চেষ্টা হচ্ছে । গতকাল এবিষয়ে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাকে নোটিশ দেয় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ । শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বললেন, "ভিডিয়োতে মন্ত্রীর (গৌতম দেব) সঙ্গে যে কাউন্সিলরকে (নান্টু পাল) দেখেছি, উনি শহরে নানা বেআইনি নির্মাণ ভাঙতে বাধা দেন ।"

গতকাল CPI(M) নেতা তথা মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "বিধান মার্কেটকে স্থায়ী আধুনিক মার্কেটে রূপান্তরিত করতে উদ্যোগী হয়েছিল বামফ্রন্ট সরকার । তবে আমাদের সরকার হেরে যাওয়ায় সব থমকে যায় । আমরা ওই মার্কেট শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন সংস্থাকে দিয়েছিলাম আধুনিকভাবে বানানোর জন্য । তারা তা না করলে ওই মার্কেট আমাদের ফিরিয়ে দিক । দোকানদাররা আগুন লাগার আশঙ্কায় পাকা নির্মাণ করতে চান । তাঁদের সে অনুমতি দেওয়া হোক ।" গৌতম দেবের অভিযোগকে সমর্থন করে অশোকবাবু বলেন, "সাতটি দোকানের নামে একাধিক দোকান বানিয়ে বিক্রি আমরাও সমর্থন করি না ।"

অন্যদিকে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই নান্টু পাল বলেন, "বহু ক্ষেত্রে বেআইনি নির্মাণ আমরাই রুখে দিয়েছি, বরং পৌরনিগমই পদক্ষেপ নেয় না । বিধান মার্কেটে ওই নির্মাণে বেআইনি কিছু হয়েছে কি না তা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ খতিয়ে দেখুক ।"

ABOUT THE AUTHOR

...view details