পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লাগাতার হাসপাতালের কোয়ার্টারে চুরি, নিরাপত্তাহীনতায় স্টাফরা - ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল

নার্সিং স্টাফের কোয়ার্টারে ঢুকে মদ্যপান করে চুরি । ঘটনাটি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের । সিভিক ভলান্টিয়ার থাকা সত্ত্বেও লাগাতার হাসপাতাল কোয়ার্টারে চুরি । তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ ।

hospital_quater
নিরাপত্তাহীনতায় ভুগছে নাসিং স্টাফরা

By

Published : Mar 14, 2020, 3:14 PM IST

Updated : Mar 14, 2020, 3:38 PM IST

জলপাইগুড়ি, 14 মার্চ :নার্সিং স্টাফের কোয়ার্টারে ঢুকে মদ্যপান করে চুরি । ঘটনাটি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের । সিভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও লাগাতার হাসপাতাল কোয়ার্টারে চুরি । তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ ।

জানা যায়, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের স্টাফ ডলি সাহা ও লিপিকা মণ্ডলের কোয়াটারের তালা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র লণ্ডভণ্ড করে । এমন কী টাকা পয়সা ও ATM কার্ড চুরি করে পালিয়ে যায় । ডলি দেবি অভিযোগ করেন, বহুবার আমাদের নিরাপত্তার বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানিয়েও লাভ হয়নি ।

ডলি দেবি গতকাল রাত 8 টা পর্যন্ত কোয়াটারে ছিলেন, তারপর বাড়ি যান ।আজ সকালে এসে দেখেন, ঘরের বারান্দার তালা ভাঙা রয়েছে । সামনে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এমন চুরি হল কি করে প্রশ্ন নার্সদের ।

ডলি দেবি জানান, নিরাপত্তাহীনতায় ভুগছি । আমাদের সবার ডিউটি এক সঙ্গে থাকেনা । সিভিক পুলিশের ক্যাম্প থাকা সত্ত্বেও এ ঘটনা বারবার ঘটছে ।

লাগাতার হাসপাতালের কোয়ার্টারে চুরি

এছাড়া জানা যায়, হাসপাতালের সাফাই কর্মীর বাড়িতেও চুরি গিয়েছে ।

Last Updated : Mar 14, 2020, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details