শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : "আমি নিশ্চিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ক্রাইম সিচুয়েশনের দিক দিয়ে এ রাজ্য দেশের মধ্যে অন্যতম সেরা ৷" আজ শিলিগুড়িতে এই মন্তব্য করলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র ৷
বাংলা শান্তিপূর্ণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও দেশের অন্যতম সেরা : DG - DG's comments on State law and order situation
রাজ্য পুলিশের DG বীরেন্দ্র বলেন, "আপনারও এ ব্যাপারে আমার সঙ্গে সহমত হবেন ৷ আমাদের রাজ্য দেশের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য ৷"
তিনি বলেন, "আপনারও এ ব্যাপারে আমার সঙ্গে সহমত হবেন ৷ আমাদের রাজ্য দেশের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য ৷ রাজ্যের জনসংখ্যা 10 কোটি ৷ বছরে কেস হয় মাত্র 2 লাখ ৷ বাকি কোথাও কোথাও ছোটোখাটো ঘটনা ঘটে থাকে ৷ পুলিশকে কাজ করতে দিন । আইনশৃঙ্খলা রক্ষা করবে পুলিশ । " তিনি আরও বলেন, "কোচবিহার ও জলপাইগুড়ি পরিদর্শন করেছি । কিছু এলাকায় গন্ডগোল হচ্ছে ৷ যারা করছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে ।" সেই সঙ্গে শিলিগুড়িতে ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির কিনারা না হওয়ায় এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি । বলেন," CP-কে বলেছি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে ।"
উল্লেখ্য, এর আগে আজ বাম-ছাত্র যুবদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি লাঠিচার্জ প্রসঙ্গে তিনি বলেছিলেন, "আমি এরকম খবর পাইনি ৷ মিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে ৷"
TAGGED:
DG Virendra vistis Siliguri