শিলিগুড়ি, 28 জুন : গোর্খার আঞ্চলিক প্রশাসন বা জিটিএর বিরুদ্ধে উঠছে আর্থিক দুর্নীতির অভিযোগ ৷ তাই কাজে স্বচ্ছতা আনতে এবার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজিকে দিয়ে জিটিএর অডিট করানোর কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।
জিটিএর দুর্নীতি খোলসা করতে সিএজিকে দিয়ে অডিট করানোর কথা রাজ্যপালের - gorkha territorial administration
সাত দিনের পাহাড় সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানেই জিটিএর আর্থিক দুর্নীতি নিয়ে সরব হন তিনি ৷ সেখানে বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে কথাও বলেন তিনি ৷ আশ্বাস দেন সমস্যা সমাধানের ৷
সাত দিনের পাহাড় সফর শেষ করে সোমবার দার্জিলিংয়ের রাজভবন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল । সেখানেই বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল সাংবাদিকদের বলেন, "সাত দিনের পাহাড় সফর খুব লাভদায়ক হয়েছে । এই কয়দিন জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এবং বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমার আলোচনা হয়েছে । স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকেই একই অভিযোগ করেছে যে, জিটিএ ঠিক মতো কাজ করছে না । হাজার হাজার কোটি টাকা আসার পরেও বাস্তবে কোনও উন্নয়ন চোখে পড়েনি । 2017 সাল থেকে জিটিএ নির্বাচন না হওয়া খুবই চিন্তার বিষয়। আয়-ব্যায়ের কোনও হিসেব নেই । স্থানীয় বেশ কিছু সমস্যার কথা উঠে এসেছে, যা আমি সমাধানের চেষ্টা করব ।"