পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রশাসন হোক নিরপেক্ষ, ভোটে হিংসা চাই না : রাজ্যপাল - silliguri

উত্তরবঙ্গ সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যপাল । রাজ্যের সমালোচনা করতে ছাড়েননি তিনি ।

The governor
সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যপাল

By

Published : Feb 21, 2020, 10:34 PM IST

Updated : Feb 22, 2020, 4:51 PM IST

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নিয়ে জল্পনা অব্যাহত । আগামী দিনে রাজ্য়ের সঙ্গে তাঁর সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদী রাজ্যপাল জগদীপ ধনকড় । শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসেন রাজ্যপাল । শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক করেন । সেখানে জানিয়েছেন, "উন্নয়নের স্বার্থে, সংবিধানকে আরও মজবুত করার স্বার্থে আর সংঘাত নয় । বিভেদ ভুলে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ।"

রাজ্য ও রাজ্যপালের সংঘাত মিটেছে । অথচ বৈঠকে রাজ্যের সমালোচনাও করতেও ছাড়েননি তিনি । ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত করার পরামর্শ দিয়েছেন । এর সঙ্গে রাজ্য পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ হতে আহ্বান জানান ধনকড় ।

গত 6 মাসে আমাদের পারস্পরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে মন্তব্য় করেন ধনকড় । বিধানসভায় রাজ্যপালের ভাষণ সংবাদমাধ্যমকে প্রচার করতে না দেওয়ায় মনে দুঃখ পেয়েছিলেন । তাঁর কথায়, কেন্দ্র-রাজ্য সংঘাত তাঁর কাছে অপছন্দ । পারস্পরিক সহযোগিতা, আদানপ্রদান সমন্বয়ের মাধ্যমে রাজ্য ও দেশের উন্নয়ন সাধন সম্ভব ।

উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল

রাজ্য পুলিশের ভূমিকা প্রসঙ্গে রাজ্যপাল বৈঠকে মন্তব্য করেন, "প্রশাসন নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না ।" তাঁর বক্তব্য, "বেশ কয়েকদিন ধরে নানা হিংসাত্মক ঘটনা সামনে আসছে । নিষ্পত্তির দরকার । সামনে একাধিক নির্বাচন রয়েছে । ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত হলে গণতন্ত্র ও সংবিধান সুরক্ষিত হবে ।"

Last Updated : Feb 22, 2020, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details