পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাংগাসে মৃত আরও এক - চা বাগান শ্রমিকের মৃত্যু

ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে (Black Fungus) মৃত্যুর ঘটনা ঘটল ৷ এ বার মারা গেলেন মেটেলির এক মহিলা চা বাগান শ্রমিক ।

tea worker died of black fungus at siliguri
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাংগাসে মৃত চা বাগান শ্রমিক

By

Published : Jun 8, 2021, 12:10 PM IST

Updated : Jun 8, 2021, 5:14 PM IST

শিলিগুড়ি, 8 জুন: ফের ব্ল্যাক ফাংগাসে মৃত্যু । এই নিয়ে শুধুমাত্র গত এক মাসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে (Black Fungus) মৃতের সংখ্যা বেড়ে হল চার ৷ এ বার ওই হাসপাতালে মৃত্যু হয়েছে মেটেলির বাসিন্দা এক মহিলার । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সীমা ওরাওঁ (33)। তিনি মেটেলির ইন্ডং চা বাগানের শ্রমিক ছিলেন ।

সম্প্রতি করোনায় সংক্রমিত হয়েছিলেন সীমা ওরাওঁ । কিন্তু করোনাকে পরাজিত করার পরে তিনি আচমকা আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন । এরপর তাঁকে রবিবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা । হাসপাতালের কোভিড ব্লকেই চিকিৎসাধীন ছিলেন তিনি । ফের তাঁর করোনার পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে ।

আরও পড়ুন:63 দিন পর দেশে 1 লাখের নিচে সংক্রমণ

কিন্তু শরীরে কালো ছোপ দেখা দিলে চিকিৎসকদের সন্দেহ হয় । তাঁর সোয়াব ও টিস্যু সংগ্রহ করে হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয় ৷ সেই রিপোর্ট দেখেই তিনি যে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত, তা নিশ্চিত হন চিকিৎসকরা । কিন্তু কোনওরকম চিকিৎসা শুরু করার আগেই মঙ্গলবার ভোরে তিনি মারা যান । এ দিকে, ওই হাসপাতালেই কোভিড ব্লকে আরও একজন এবং ইএনটি ইন্ডোরে আরও দুজন মিলিয়ে মোট তিনজন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ।

এদিকে, এর 24 ঘণ্টা কাটতে না কাটতেই আবারও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে একজনের মৃত্যু হয়েছে ৷ শিলিগুড়ি সংলগ্ন চয়নপাড়ার বাসিন্দা বাবলু সেন নামে ওই ব্যক্তি করোনায় সংক্রমিত ছিলেন । হাসপাতালের কোভিড ব্লক ১-এ ভর্তি ছিলেন তিনি । তাঁর মুখ, নাক, চোখ ও ফুসফুস করোনা ও ব্ল্যাক ফাংগাসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল ।

এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে মৃতের সংখ্যা বেড়ে হল ছয় জন । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের শারীরিক পরিস্থিতি খুবই শোচনীয় ছিল । চিকিৎসকরা অস্ত্রোপচার বা চিকিৎসার সময়ই পাননি ।"

Last Updated : Jun 8, 2021, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details