পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে শ্বাসকষ্টে মৃত্যু ব্যক্তির, পরীক্ষার জন্য পাঠানো হল সোয়াবের নমুনা - vrdl Laboratory

কয়েকদিন আগে ভক্তিনগরের এক ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয় । তাঁকে ভরতি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে । রবিবার তাঁর মৃত্যু হয় ।

Medical College
সোয়াব টেস্ট

By

Published : Apr 20, 2020, 10:48 PM IST

শিলিগুড়ি, 20 এপ্রিল : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যু হল এক রোগীর। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। এরপরই সোয়াবের নমুনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের VRDL ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল কলেজ হাসপাতালে রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু করা হয়। হাসপাতাল সূত্রের খবর, কয়েকদিন আগে শিলিগুড়ি শহরের ভক্তিনগরের এক ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে ওই ইউনিটে ভরতি করা হয়। এরপর রবিবার রাতে তাঁর মৃত্যু হয় । তবে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কি না তা জানার জন্য তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য VRDL ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রবীর দেব বলেন, রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট এখনও মেলেনি। রিপোর্ট দেখে পদক্ষেপ করা হবে।

দার্জিলিঙ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য বলেন, ওই ব্যক্তির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। মৃতের সোয়াব টেস্টের রিপোর্ট মেলার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।


ABOUT THE AUTHOR

...view details