শিলিগুড়ি, 20 এপ্রিল : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যু হল এক রোগীর। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। এরপরই সোয়াবের নমুনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের VRDL ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল কলেজ হাসপাতালে রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু করা হয়। হাসপাতাল সূত্রের খবর, কয়েকদিন আগে শিলিগুড়ি শহরের ভক্তিনগরের এক ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে ওই ইউনিটে ভরতি করা হয়। এরপর রবিবার রাতে তাঁর মৃত্যু হয় । তবে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কি না তা জানার জন্য তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য VRDL ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।