শিলিগুড়ি, 23 জুন : করোনা আবহের জেরে বন্ধ বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলি ৷ তারপরও ভর্তির ফি বাড়ানো হয়েছে ৷ এরই প্রতিবাদে সরব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজের পড়ুয়ারা ৷ অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ যদিও এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছে, ন্যূনতম ফি বাড়ানো হয়েছে ৷ তবে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের গত বছরের মতো এ-বছরও ছাড় দেওয়া হবে ৷
আরও পড়ুন : পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর স্তরের পরীক্ষা জুলাইয়ে
এ-বিষয়ে বিক্ষোভে সামিল থাকা পড়ুয়াদের মধ্যে কুণাল পোদ্দার বলেন, "ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৷ করোনা আবহ চলছে ৷ অনেকেই এই পরিস্থিতিতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে ৷ এমন পরিস্থিতিতে ফি বৃদ্ধি করা মানে পড়ুয়াদের উপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয় ৷ বর্ধিত ফি মুকুব করার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ কিন্তু তাতে কোনও কর্ণপাত করছে না কেউ ৷"
ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে পড়ুয়ারা, দেখুন ভিডিয়ো... উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রণব ঘোষ বলেন, "কলেজ ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে বৈঠক করে বর্ধিত ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে ৷ এখন যা ফি নেওয়া হচ্ছে তা কেবল পরীক্ষা পরিচালনা করার জন্য ৷ সেটা খুবই ন্যূনতম ৷ তবে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে তারা উপযুক্ত কারণ দেখালে গত বছরের মতো এ-বছরও তাদের ছাড় দেওয়া হবে ৷" এদিন পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়ে হুঁশিয়ারি দেয়, বর্ধিত ফি যদি না প্রত্যাহার করা হয় তবে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামা হবে ৷