পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফি মুকুবের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ - latest news today

করোনা পরিস্থিতিতে অনেকেই আর্থিক সংকটের মধ্যে রয়েছেন ৷ তাই এনরোলমেন্ট ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷

student-agitation-at-north-bengal-university
ফি মুকুবের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ

By

Published : Jul 19, 2021, 6:52 PM IST

শিলিগুড়ি, 19 জুলাই : করোনা পরিস্থিতিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন পড়ুয়ারা ৷ সোমবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৷ পড়ুয়ারা ফি মকুবের দাবিতে এই বিক্ষোভ করেন ৷ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ হয় ফি প্রতিরোধী ছাত্র কমিটির ব্যানারে ।

আরও পড়ুন :নিয়োগপত্র পেয়েও মেলেনি চাকরি, প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ভবানী ভবনে

পড়ুয়াদের দাবি, করোনা পরিস্থিতিতে অনেকেই আর্থিক সংকটের মধ্যে রয়েছেন ৷ তাই এনরোলমেন্ট ফি মুকুব করতে হবে ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্ববিদ‍্যালয়ের পক্ষ থেকে ফি মুকুবের নোটিশ দেওয়া হয়েছিল ৷ তার পরও ফি মুকুব করা হয়নি ৷ বরং পরোক্ষভাবে পড়ুয়াদের ফি দিতে বাধ্য করা হচ্ছে ৷

আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, ফি মকুব নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছিল ৷ কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়ে টালবাহানা করছে ৷

আরও পড়ুন :বকখালি ও ফ্রেজারগঞ্জে বাধ্যতামূলক দু'টি টিকার শংসাপত্র ও করোনা পরীক্ষা

বিক্ষোভকারী সংগঠনের সদস‍্য কুণাল পোদ্দার জানান, করোনার এই সময়ে ফি-এর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে । বারবার টালবাহানা করা হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে । ফি মুকুবের নোটিশ দিয়েও ফি মুকুব করা হচ্ছে না । বারবার পোর্টাল খুলে ফি দিতে বাধ্য করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

যদিও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ ফলে পড়ুয়াদের এই দাবি কতটা সঠিক, তা জানা যায়নি ৷ পাশাপাশি এই দাবি সঠিক হলে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিতে চলেছে, তাও জানা সম্ভব হয়নি ৷

আরও পড়ুন :বাড়ির সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় দম্পতিকে মারধর, হাসপাতালে ভর্তি

ABOUT THE AUTHOR

...view details