শিলিগুড়ি, ৩০ মার্চ : "প্রধানমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের ভিড় হলে পশ্চিমবঙ্গের রাজনীতি পালটে যাবে। তাই ভয়ে আমাদের মাঠ দিচ্ছে না রাজ্য সরকার।" গতরাতে প্রধানমন্ত্রীর সভার জন্য বিকল্প মাঠ দেখতে গিয়ে একথা বলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
"প্রধানমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের ভিড় হলে পশ্চিমবঙ্গের রাজনীতি পালটে যাবে" - dilip ghosh
" ভয়ে আমাদের মাঠ দিচ্ছে না রাজ্য সরকার। প্রধানমন্ত্রীর সভা বিকল্প মাঠেই হবে।" বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

3 মার্চ শিলিগুড়িতে সভা করার কথা প্রধানমন্ত্রীর। তাই গতকাল বিকল্প মাঠ পরিদর্শনের জন্য নিউ জলপাইগুড়ি যান দিলীপবাবু। সেখানে সেন্ট্রাল কলোনি সংলগ্ন মাঠ ছাড়াও আরও একটি মাঠ দেখেন। এই প্রসঙ্গে তিনি বলেন, "BJP-কে জায়গা না দেওয়া তৃণমূলের পুরোনো অভ্যাস। প্রধানমন্ত্রীর সভার জন্য আমরা সরকারি মাঠ চেয়েছিলাম। ফাঁকা মাঠ পড়ে আছে। কিন্তু, ওরা দেয়নি। আমরা প্রধানমন্ত্রীর সভার জন্য দুটি মাঠ দেখলাম। আমাদের সঙ্গে কার্যকর্তারা আছে। এই মাঠগুলিতে সভা করার জন্য অনুমতি নেওয়া হয়ে গেছে। দুটো মাঠের মধ্যে আমরা দেখে নিচ্ছি কোনটা ঠিক হবে। সেখানেই সভা হবে এবং জোরদার হবে। এর আগে প্রধানমন্ত্রী তিনটি সভা করেছেন। সেখানে প্রায় কয়েক লাখ মানুষের জমায়েত ছিল। এটাতেও ব্যাপক জমায়েত হবে বলে আশা রাখি।"
তিনি আরও বলেন, "এই সরকারের জন্য বারবার আমাদের স্থান পরিবর্তন করতে হচ্ছে। এই সরকার গণতান্ত্রিক পদ্ধতি মানে না। এর আগে জলপাইগুড়িতে BJP প্রার্থী উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসককে নো অবজেকশন লেটার দিতেও গড়িমসি করেছিল রাজ্য সরকার। পরে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সেই নো অবজেকশন লেটার মেলে। আমরা কাওয়াখালীর কাছে মাঠ চেয়ে বারবার আবেদন করলেও রাজ্য সরকার তাতে কর্ণপাত করেনি। আমরা কমিশনকে জানিয়েছি। মাঠ না দিলে প্রধানমন্ত্রীর সভা বিকল্প মাঠেই হবে। লোকসভা নির্বাচনের পর এই সরকার যাতে খুব তাড়াতাড়ি যায় তার ব্যবস্থা আমরা করব।"