শিলিগুড়ি, 20 এপ্রিল : নিজের সার্ভিস রাইফেল থেকে দুই রাউন্ড গুলি চালিয়ে মৃত্যু হল এক এসএসবি জওয়ানের । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির বড় মনিরামজোত ক্যাম্পে । মৃত জওয়ান সশস্ত্র সীমা বলের (এসএসবির) 8 নম্বর ব্যাটেলিয়ানে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই জওয়ানের নাম রকম রাও (30) । তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা । জানা গিয়েছে, ক্যাম্পের গেটে মোতায়েন ছিলেন ওই জওয়ান । এরপর এদিন সকালে আচমকা গুলির শব্দ পেয়ে ক্যাম্পে থাকা অন্যান্য জওয়ানরা ছুটে যান । এসে তাঁকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক জওয়ানকে মৃত বলে জানিয়ে দেয় ।