দার্জিলিং, 11 অগস্ট : পাহাড়ে ফের নতুন রাজনৈতিক সমীকরণ ? এমনটাই ইঙ্গিত মিলছে গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) নেতা বিমল গুরুংয়ের (Bimal Gurung) সঙ্গে সদ্য মোর্চা থেকে পদত্যাগ করা বিনয় তামাংয়ের (Binay Tamang) গোপন বৈঠকের পর । দার্জিলিংয়ের সিঙ্ঘাহারের পাতাংবং গেস্ট হাউজে বৈঠকে বসেন পাহাড়ের দুই হেভিওয়েট নেতা । তাহলে কি অবশেষে বিমল শিবিরেই নাম লিখিয়ে ঘরে ফিরবেন বিনয় তামাং ? এখন এমন প্রশ্নই উঠছে ।
চলতি বছরের 15 জুলাই মোর্চা-2 থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । দলের সভাপতির পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি । কিন্তু পদত্যাগ করলেও রাজনীতিতে থাকছেন এমন ইঙ্গিত ছিল । বিমলের সঙ্গে বিনয়ের গোপন বৈঠকের পর পাহাড়ের রাজনৈতিক সমীকরণে নতুন দিক খুলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল । পদত্যাগের পর বিনয় তামাং জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে থাকছেন । তাহলে কি এবার ঘরে ফিরছেন বিনয় তামাং ? কারণ বিনয় তামাং দলত্যাগ করার পরই বিমল গুরুং জানিয়েছিলেন যে বিনয়ের জন্য তাঁর দলের দরজা সবসময় খোলা । এমনকি বিনয়ের ইস্তফার পর আবেগপ্রবণ হয়ে পরেছিলেন বিমল গুরুং নিজেও । এই অবস্থায় বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চায় বিনয় তামাংয়ের যোগ দেওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে ।