শিলিগুড়ি, 22 এপ্রিল : বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ (Bagdogra Airport Closed due to Crack in Runway) হতেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে পর্যটকরা । ক্রমশ ভিড় বাড়ছে ট্রেনে । এতে বিমান যাত্রীদের প্রথম পছন্দের তালিকায় থাকছে শতাব্দী, রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি । এই ক’দিনে এক ধাক্কায় অনেকটাই চাহিদা বাড়ল শতাব্দী এক্সপ্রেসের । তাই যাত্রীদের চাহিদা মেটাতে ও পর্যটকদের ভিড় সামাল দিতে অতিরিক্ত কামরা যুক্ত করা হল ওই ট্রেনে । পাশাপাশি চালু করা হচ্ছে আরও দু’টি জোড়া সামার স্পেশাল ট্রেন । এই নিয়ে মোট দশটি স্পেশাল ট্রেন চালু করল উত্তর-পূর্ব সীমান্ত রেল (North East Frontier Rail) ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়রওয়ার বলেন, "শতাব্দী এক্সপ্রেস অন্যতম প্রিমিয়াম ট্রেন ৷ বিমানবন্দর বন্ধ থাকাতে তার চাহিদা এক ধাক্কায় অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে । সেই কারণেই নতুন আরও তিনটি কোচ ওই ট্রেনে যুক্ত করা হয়েছে । প্রতিটি কোচেই 100 শতাংশ আসন বুকিং হয়ে যাচ্ছে । যেহেতু ওই ট্রেনের যাত্রার সময় অনেকটাই কম এবং যাত্রাও আরামদায়ক । সেই কারণেই এই ট্রেনের চাহিদা অনেকগুন বেড়েছে ।" রেলের তরফে জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেসের (Shatabdi Express) এই তিনটি কোচের মধ্যে রয়েছে দু’টি চেয়ারকার এবং একটি এক্সিকিউটিভ চেয়ার কার থাকছে ।
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, ওই দুই জোড়া সামার স্পেশাল ট্রেন (Summer Special Train) মূলত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত চলাচল করবে । 29 এপ্রিল থেকে 3 জুন পর্যন্ত চলবে । ওই ট্রেন ভোর 4টেয় এনজেপি থেকে ছাড়বে ও বিকেল 3টেয় কলকাতা পৌঁছবে । আরেকটি কলকাতা থেকে রাত 11টায় ছাড়বে ও সকাল সাড়ে 10টায় এনজেপি পৌঁছবে ।