পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাই বাই শিলিগুড়ি, কলকাতায় পাড়ি স্নেহাশিসের - park

শিলিগুড়ি থেকে কলকাতায় পাড়ি দিল রয়্যাল বেঙ্গল টাইগার স্নেহাশিস।

স্নেহাশিস

By

Published : Mar 14, 2019, 6:10 AM IST

শিলিগুড়ি, ১২ মার্চ : অবশেষে কলকাতা পাড়ি দিল স্নেহাশিস। শিলিগুড়ি সাফারি পার্ক থেকে গতকাল দুপুরে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় এই রয়েল বেঙ্গল টাইগারকে। আপাতত বেঙ্গল সাফারিতে রইল বিভান ও শিলা। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শিলা তার দুই সন্তানকে নিয়ে ব্যস্ত। তাই টাইগার সাফারির দায়িত্ব সামলাবে বিভান।

গতকাল বিশেষ খাঁচায় করে সড়কপথে নিয়ে যাওয়া হয় স্নেহাশিসকে। একাধিক মহিলা বাঘের সন্তান প্রজননের জন্য স্নেহাশিসকে নিয়ে যাওয়া হয়। খাঁচায় বাধ্য ছেলের মতো ঢুকেও যায় স্নেহাশিষ। জল খাওয়ানো হয়। এরপরই যাত্রা শুরু হয় তার। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেন, "আমাদের কাছে পুরুষ বাঘ আছে। কিন্তু, প্রজননের ক্ষেত্রে সন্তানের জিনগত বৈচিত্র ধরে রাখতে হয়। অন্য পুরুষ বাঘের খোঁজ করতে গিয়ে স্নেহশিসের কথা আমাদের মাথায় আসে। আপাতত কলকাতা চিড়িয়াখানায় রয়েছে সাদা বাঘ বিশাল। এছাড়া রয়েছে ওড়িশার ঋষি। রয়েছে সুন্দরবন থেকে উদ্ধার হওয়া রাজা। এছাড়াও আরও একটি পুরুষ বাঘ আছে। কিন্তু, পায়েলকে মনে ধরেনি বিশালের। রূপার কাছেই ঘুরঘুর করত সে। কিন্তু, জিনগত বৈচিত্র এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে। রূপার জন্য ঋষিকে আনা হলেও রূপাকে ঋষি পছন্দ করেনি। অন্য এক বাঘিনি রানির জন্য সুন্দরবন থেকে আটক রাজাকে ভাবা হলেও তাদের প্রেম জমে ওঠেনি। অন্য পুরুষ বাঘেরও প্রেমে মন নেই।"

আশিসবাবু আরও বলেন, "পায়েলের বয়স মাত্র ন'বছর। রূপার একটু বেশি। আমাদের কাছে থাকা পুরুষ বাঘ দিয়ে প্রজনন ঘটাতে পারছি না। তাই স্নেহাশিসকে পছন্দ করেছি আমরা। এবার ওদের নিজেদের মধ্যে ভালোবাসা জন্মাবে বলেই আশা করছি।"

ABOUT THE AUTHOR

...view details