দার্জিলিং, 26 জুন: আজ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন (SMP Election 2022) ৷ আর এ দিন সকাল থেকে মুখভার আকাশের ৷ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে ৷ আর সেই বৃষ্টি মাথায় নিয়েই ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা (Voters Cast Their Votes in Rainy Weather in Siliguri) ৷ তবে, বৃষ্টি হলেও ভোটের উত্তেজনায় খামতি নেই ৷ আর নির্বাচনী উত্তেজনায় সবার আগে ফাঁসিদেওয়া ব্লক ৷ যেখানে লড়াইটা কাকা ও ভাইপোর মধ্যে ৷
এ দিন ভোট শুরুর আগে থেকেই ফাঁসিদেওয়া ব্লকে উত্তেজনার তৈরি হয় ৷ ওই ব্লকের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আইনুল হক এবং নির্দলপ্রার্থী তাঁর ভাইপো আখতার আলি ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে শাসক দলের টিকিট না পেয়ে নির্দলপ্রার্থী হয়ে ভোট লড়ছেন আখতার ৷ এ দিন সকাল থেকে দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ চটহাট প্রাইমারি স্কুল, খালপাড়া প্রাইমারি স্কুল ও তুফানডাঙ্গি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ সংঘর্ষে 5 জনের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে ৷ মূলত এজেন্ট বসা নিয়ে ঝামেলার সূত্রপাত ৷