শিলিগুড়ি, 22 মার্চ : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটেরহাট স্টেশন সংলগ্ন এলাকায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে আগুন। ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর।
ফাঁসিদেওয়ায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে আগুন, মৃত ২ - fire in train
আপ চণ্ডীগড়-ডিব্রুগর এক্সপ্রেসে আগুন, ঘটনাস্থানে দমকলের 4টি ইঞ্জিন।
চণ্ডীগড়-ডিব্রুগর এক্সপ্রেসে আগুন
আজ সকালে আপ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস চটেরহাট স্টেশন ছাড়তেই তাতে ধোঁয়া দেখা যায়। ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে বলে জানা যায়। আগুন ছড়ায় একটি বগিতেও। এরপরই মাঝপথে ট্রেন দাঁড় করিয়ে ঝাঁপ দেন চালক। প্রাণে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেয় কয়েকজন যাত্রীরাও। তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে।
এরপরই NJP থেকে রওনা দেয় রিলিফ ট্রেন। রওনা দেন ADRM-ও।
Last Updated : Mar 22, 2019, 3:31 PM IST