শিলিগুড়ি, 1 জুলাই: দেশ জুড়ে আজ থেকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু একই শহরে দেখা গেল দু’রকম ছবি । শুক্রবার সকালে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পৌরনিগম। আর অন্যদিকে, শিলিগুড়ির প্রাণ কেন্দ্রেই দেখা গেল প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার (SMC Operated on Plastic Carry bag Ban Issue in Different Places)। গুরুং বস্তির অধিকাংশ দোকান প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দিয়েছে ৷
এদিন সকালে শিলিগুড়ি পৌরনিগমের 3 নম্বর ওয়ার্ডের গুরুং বস্তিতে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে । অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ মানিক দে ও রামভজন মাহাতো-সহ অন্যান্যরা । এই অভিযানে গিয়ে গুরুং বস্তির বাজারে ব্যবসায়ীদের আবেদন করেন যাতে তাঁরা প্লাস্টিক ব্যবহার না করেন । এরপরেও ব্যবসায়ীরা প্লাস্টিক ব্যবহার বন্ধ না-করেন তবে জরিমানা করবে পৌরনিগম। যদি একান্তই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে হয় তবে কী ধরণের ব্যাগ ব্যবহার করতে পারবে এবং কোন ব্যাগ সামগ্রী নিষিদ্ধ রয়েছে তা বুঝিয়ে দেওয়া হয় ব্যবসায়ীদের । সেইসঙ্গে বিস্তারিত তথ্য-সহ লিফলেট বিলি করা হয় । একটি দোকানে প্রচুর পরিমান প্লাস্টিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযানে ৷ এছাড়া 500 টাকা জরিমানা করা হয়।