পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SMC Election 2022 : রাত পোহালেই শিলিগুড়ি পৌরনিগমের ভোট, ডিসিআরসি’তে শেষ মুহূর্তের প্রস্তুতি - SMC Election 2022

শিলিগুড়ি পৌরনিগমের ভোটের আগে প্রস্তুতি তুঙ্গে (Preparation of Siliguri Municipal Corporation Election) ৷ শিলিগুড়ি কলেজে তৈরি করা হয়েছে ডিসিআরসি ৷ সেখান থেকে নির্ধারিত বুথগুলিতে ইভিএম নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা ৷ নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট রয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার ৷

SMC Election 2022 Preparation of Siliguri Municipal Corporation Election
SMC Election 2022 Preparation of Siliguri Municipal Corporation Election

By

Published : Feb 11, 2022, 3:59 PM IST

শিলিগুড়ি, 11 ফেব্রুয়ারি : রাত পোহালেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন ৷ শুক্রবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে ৷ শিলিগুড়ি কলেজকে ডিসিআরসি করা হয়েছে ৷ এদিন সকাল থেকেই ইভিএম পরীক্ষা করে ভোটকর্মীরা নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন (Preparation of Siliguri Municipal Corporation Election) ৷

এবার শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে মোট ভোটার প্রায় 4 লক্ষ 28 হাজার ৷ মোট ভোটগ্রহণ কেন্দ্রের 17 শতাংশ কেন্দ্র স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেইসব ভোটগ্রহণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে ৷ স্পর্শকাতর বুথগুলিতে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সেই সঙ্গে ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে ৷ শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের নিরাপত্তা দায়িত্বে থাকবেন 14 জন আইপিএস আধিকারিক, 302 জন পুলিশ আধিকারিক এবং 1446 পুলিশকর্মী ৷

আরও পড়ুন : SMC Election 2022 : "অশোক ভট্টাচার্য কুয়োর ব্যাঙ", শিলিগুড়িতে তৃণমূলকে সুযোগ দেওয়ার আর্জি ফিরহাদের

শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের 47টি ওয়ার্ডের জন্য 502টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে ৷ পাশাপাশি অতিরিক্ত 82টি ভোটগ্রহণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ৷ শিলিগুড়ি কলেজকে ডিসিআরসি ও স্ট্রংরুম হিসেবে প্রস্তুত করা হচ্ছে ৷ নির্বাচনের মোট ভোটগ্রহণ কেন্দ্রের 89টি কেন্দ্র স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ তার মধ্যে 1, 2, 17, 22, 25 ও 45 নম্বর ওয়ার্ডে দু’টি করে বুথ স্পর্শকাতর ৷ 4 ও 5নং ওয়ার্ডে 8 টি, 9 ও 28 নম্বরে 6টি করে বুথ স্পর্শকাতর ৷ 7 ও 8নং ওয়ার্ডে 5টি করে বুথ স্পর্শকাতর ৷ 6, 10, 13, 19, 20, 21, 31, 32, ও 33 নম্বর ওয়ার্ডে একটি করে বুথ স্পর্শকাতর ৷ 46নং ওয়ার্ডের 14টি ভোটগ্রহণ কেন্দ্র স্পর্শকাতর এবং 40 ও 44 নম্বর ওয়ার্ডে চারটি করে বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : বিজেপিকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর দিয়েছেন, এবার গ্রাউন্ড ফ্লোর দিন; শিলিগুড়িতে আবেদন শুভেন্দুর

স্পর্শকাতর এলাকা হিসেবে সমরনগর, চম্পাসারি, বাঘাযতীন কলোনি, প্রধাননগর, রাজেন্দ্রনগর, ডাঙ্গিপাড়া, খালপাড়া, জ্যোতিনগর, টুমলপাড়া, সন্তোষিনগর, নুতনপাড়া, মিলনপল্লি, দেশবন্ধুপাড়া, বাবুপাড়া, টিকিয়াপাড়া, লিচুবাগান, কলেজপাড়া, রবীন্দ্রনগর, রথখোলা ও পাঞ্জাবিপাড়ার একাংশ চিহ্নিত করা হয়েছে ৷

শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, ‘‘নির্বাচন কমিশনের তরফে যেমন নির্দেশ রয়েছে ৷ সেভাবে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ৷ কুইক রেসপন্স টিম, টহলদারি ভ্যান, স্পেশাল অপারেশন গ্রুপ থাকছে ৷’’

এক প্রিসাইডিং অফিসার পৃথ্বীশ মজুমদার বলেন, "শিলিগুড়িতে কোনওদিনই সেরকম ভোটের সময় সন্ত্রাসের ঘটনা ঘটেনি। এবারও আশা করব সেরকম কিছু ঘটবে না।" ভোটকর্মী আব্দুল মোস্তাফা খান বলেন, ‘‘নিরাপত্তার দিক ঠিকই আছে ৷ শিলিগুড়িতে ভোট মানে শান্তিপূর্ণ ৷ সেদিক থেকে আমরা নিশ্চিন্ত ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details