শিলিগুড়ি, 10 নভেম্বর : শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার হল সন্দেহজনক যন্ত্র ৷ আজ শহরের ব্যস্ততম এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টার থেকে যন্ত্রটি উদ্ধার করা হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে শিলিগুড়ি থানার পুলিশ তাদের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেছে ।
শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার সন্দেহজনক যন্ত্র, সন্দেহ স্কিমার - শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার স্কিমার
শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার সন্দেহজনক যন্ত্র ৷ যন্ত্রটি পরীক্ষার জন্য সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেছে শিলিগুড়ি থানার পুলিশ ।
![শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার সন্দেহজনক যন্ত্র, সন্দেহ স্কিমার](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5023224-thumbnail-3x2-atm.jpg)
আজ শিলিগুড়ি শহরের পৌরনিগম ভবনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টারে টাকা তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি । সে সময় মেশিনে কার্ড সোয়াইপ করতে গিয়ে লক্ষ্য করেন সেখানে একটি যন্ত্র লাগানো রয়েছে । যন্ত্রে হাত দিতেই সেটি মেশিন থেকে খুলে পড়ে যায় । দেখা যায় সেটিতে লাগানো রয়েছে সেন্সর । ওই ব্যক্তি তখন যন্ত্রটিকে ATM কাউন্টারের পাশে একটি ওষুধের দোকানে নিয়ে যান ৷ এরপর ওষুধের দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেন ৷ পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ।
শিলিগুড়ি থানার পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বস্তুটি সঠিক কী তা বলা মুশকিল । যন্ত্রটি পরীক্ষার জন্য সাইবার সেলে যোগাযোগ করা হচ্ছে । এবিষয়ে সাইবার ল বিশেষজ্ঞ তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী রাজর্ষি রায় চৌধুরি বলেন, "এই ধরনের যন্ত্র মূলত স্কিমার । এর সাহায্যে গ্রাহকদের ATM কার্ডের সমস্ত তথ্য চুরি করে দুষ্কৃতীরা ৷ "