শিলিগুড়ি, 1 অক্টোবর : এক লাফে বাড়ল জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা । পাশাপাশি গত চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College) 6 শিশুর মৃত্যু হয়েছে । তার মধ্যে এক শিশু জ্বর, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় মারা গিয়েছে । বাকি পাঁচটি শিশু অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়েছিল । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "চব্বিশ ঘণ্টায় এখনও পর্যন্ত একটি শিশুর জ্বর ও শ্বাসকষ্ট-সহ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের (Acute respiratory infection- ARI) উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে । তবে আক্রান্তের সংখ্যা বাড়ছে ।" সব মিলিয়ে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই 15 জন শিশুর মৃত্যু হয়েছে ।
উত্তরবঙ্গজুড়ে জ্বর ও শ্বাসকষ্ট অর্থাৎ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের সংক্রমণে শিশুমৃত্যু মিছিল অব্যাহত ৷ পাশাপাশি লাফিয়ে বাড়ছে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিউমোনিয়া-সহ জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে কোচবিহারের মাথাভাঙার ছ'মাসের সুপ্রিয়া দাসের মৃত্যু হয়েছে । এছাড়া জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দু'দিনের এক শিশু এবং নয় মাসের আরমান হক, জলপাইগুড়ি রোডের এক বছর সাত মাসের রেহান মণ্ডল, রাজগঞ্জের দু'দিনের এক শিশু, শিলিগুড়ির হাকিমপাড়ার নয় বছরের এক বাচ্চা এবং শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার তিন দিনের আরও এক শিশুর মৃত্যু হয়েছে । তবে এদের মধ্য়ে পাঁচটি শিশু জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও সেপসিস, সেরিব্রাল পালসি-সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়েছিল ।