শিলিগুড়ি, 10 ফেব্রুযারি : নানা কারণে একাধিকবার আহত হয়েছিল পথকুকুর লিও। খবর পেয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়িরভারত নগরের একটি বাজার থেকে তাকে উদ্ধার করে। এবার সেই লিও পাড়ি দিচ্ছে কানাডা। সেখানে তাকে দত্তক নেবে এক দম্পতি।
কয়েকদিন আগে শিলিগুড়ির এক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা ভারত নগরের একটি বাজার থেকে ওই সারমেয়টিকে উদ্ধার করে ৷ তার নাম দেওয়া হয় 'লিও' ৷ কোনও কারণে একটি পা হারিয়েছে সে ৷ এবার সেই লিও কিনা পাড়ি দিচ্ছে সুদূর কানাডায় ৷ সেখানে তাকে দত্তক নেবে এক দম্পতি ৷