পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কানাডা পাড়ি দিচ্ছে শিলিগুড়ির লিও, দত্তক নেবে এক দম্পতি - শিলিগুড়ি

দিল্লির পশুপ্রেমী সংগঠন ও শিলিগুড়ির এক পশুপ্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে শিলিগুড়ির লিও পাড়ি দিচ্ছে সুদূর কানাডায় ৷

Siliguri street Dog
লিও

By

Published : Feb 10, 2020, 3:09 AM IST

শিলিগুড়ি, 10 ফেব্রুযারি : নানা কারণে একাধিকবার আহত হয়েছিল পথকুকুর লিও। খবর পেয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়িরভারত নগরের একটি বাজার থেকে তাকে উদ্ধার করে। এবার সেই লিও পাড়ি দিচ্ছে কানাডা। সেখানে তাকে দত্তক নেবে এক দম্পতি।

কয়েকদিন আগে শিলিগুড়ির এক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা ভারত নগরের একটি বাজার থেকে ওই সারমেয়টিকে উদ্ধার করে ৷ তার নাম দেওয়া হয় 'লিও' ৷ কোনও কারণে একটি পা হারিয়েছে সে ৷ এবার সেই লিও কিনা পাড়ি দিচ্ছে সুদূর কানাডায় ৷ সেখানে তাকে দত্তক নেবে এক দম্পতি ৷

শিলিগুড়ির ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে প্রিয়া রুদ্র বলেন, "মানুষের মারেই আহত হয়েছিল পথকুকুরটি । আমরাই নাম দিয়েছি 'লিও'। ওর সম্পর্কে শুনে কানাডার ওই দম্পতি তাকে দত্তক নিতে চেয়ে দিল্লির এক পশুপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করে । তারপর আমাদের সঙ্গে যোগাযোগ হয় । আমরাও দেরি না করে প্রস্তাবে রাজি হয়ে যাই ।"

আপাতত দিল্লিতে রযেছে শিলিগুড়ির লিও । সেখানেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে ৷ তারপর সেখান থেকেই কানাডা পাড়ি দেবে শিলিগুড়ির রাস্তায় বেড়ে ওঠা এই সারমেয়টি ।

ABOUT THE AUTHOR

...view details