শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর: শিলিগুড়িতে দুর্গাপুজো কার্নিভালে ডিজে এবং সাউন্ড সিস্টেম ব্যবহারে হাইকোর্টের নির্দেশ কড়াভাবে লাগু করার উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate) । এবারের দুর্গাপুজো বিসর্জন এবং কার্নিভালে একপ্রকার নিষিদ্ধ থাকছে সাউন্ড সিস্টেমের ব্যবহার ।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী । পাশাপাশি এবার পুজোয় ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ রুখতে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করার কথাও জানিয়েছেন তিনি । পুজো মণ্ডপে নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথেও নজরদারি রাখা হবে কমিশনারেটের তরফে ।
এছাড়াও শহরের ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক পুজো উদ্যোক্তাদের মণ্ডপ সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "এবার কার্নিভালের কারণে শহর ও সংলগ্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও মূল সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে । ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা থাকবে । পুজোমণ্ডপ-সহ নিরঞ্জন ঘাটেও সিসি ক্যামেরায় নজরদারি রাখা হবে ।"