পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Siliguri Police Raid : শিলিগুড়িতে উদ্ধার দু'কোটি টাকার মাদক !

এসওজি এবং শিলিগুড়ি পুলিশের যৌথ অভিযানে উদ্ধার দু'কোটি টাকার মাদক সহ উদ্ধার আগ্নেয়াস্ত্র । আটক এক মহিলা সহ 4 অভিযুক্ত (Siliguri Police Recover Arms And Brown Sugar)।

Siliguri Police Raid
শিলিগুড়িতে উদ্ধার দু'কোটি টাকার মাদক, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

By

Published : Mar 3, 2022, 2:11 PM IST

শিলিগুড়ি, 3 মার্চ : বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । দু'কোটি টাকা মূল্যের মাদক, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলা (Police Arrest 4 Accused) ।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাতে শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডের নৌকাঘাটে অভিযান চালায় পুলিশ । এই অভিযানে 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে 1 কেজি ব্রাউন সুগার, 28টি 0.33 এমএম কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, নগদ- 17 হাজার 500 টাকা, চারটি মোবাইল ফোন এবং একটি ওজন মেশিন উদ্ধার হয়েছে (Siliguri Police Recover Arms And Brown Sugar)।

আরও পড়ুন:মাদকের বিরুদ্ধে অভিযানে বাজিমাত শিলিগুড়ি পুলিশের

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল জলপাইগুড়ির মালোবি পাড়ার বাসিন্দা দীপক বর্মন, মালদার মুঠা বাড়ির বাসিন্দা রিন্টু শেখ, দার্জিলিং জেলার বাগডোগরার বাসিন্দা রতন বিশ্বাস, মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা জাহারা বেগম (Arms Recovery)। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অভিযুক্তরা শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে মাদক পাচার করত । এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details