শিলিগুড়ি, 3 মার্চ : বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । দু'কোটি টাকা মূল্যের মাদক, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলা (Police Arrest 4 Accused) ।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাতে শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডের নৌকাঘাটে অভিযান চালায় পুলিশ । এই অভিযানে 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে 1 কেজি ব্রাউন সুগার, 28টি 0.33 এমএম কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, নগদ- 17 হাজার 500 টাকা, চারটি মোবাইল ফোন এবং একটি ওজন মেশিন উদ্ধার হয়েছে (Siliguri Police Recover Arms And Brown Sugar)।